কক্সবাজারের পেকুয়ায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন পেকুয়া থানা পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১১ টার দিকে চড়াপাড়া বাজার সংলগ্ন আলমের ভাড়া বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পেকুয়া সদরের উত্তর মেহেরনামা এলাকার মৃত নজির আহমদের পুত্র সানাউল্লাহ বাহাদুর (৫০), একই ইউনিয়নের সাবেকগুলদি গ্রামের শহিদুল ইসলামের পুত্র আব্বাছ মিয়া (২৫)। তাদের নিকট থেকে ৩৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এলাকার লোকজন জানান, ওই দুই জন দীর্ঘদিন মাদক বিকিকিনির সাথে জড়িত। এলাকায় উঠতি বয়সের যুবকদের তারা মাদক বিক্রি করে থাকে।
পেকুয়া থানার এস,আই ইব্রাহীম সত্যতা স্বীকার করে বলেন, ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
হাজ্বী মুহাম্মদ গিয়াস উদ্দিন