বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ(আইইবি) চট্টগ্রাম। রোববার সকালে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেইট এলাকায় জিয়া স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান (এডমিন, প্রফেশনাল এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম এবং সম্মানী সম্পাদক হিসেবে প্রকৌশলী খান আমিনুর রহমান, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী জানে আলম সেলিম প্রমুখ।
এছাড়া, আইইবি চট্টগ্রাম কেন্দ্রে সন্ধ্যায় আলোচনা সভা, মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।