গাড়ী ছিনতাইয়ের অভিযোগে রুবেল- মিজান- রিপনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় অভিযোগ
বেবী চক্রবর্ত্তী
-
আপডেট টাইম :
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
-
৫৬
বার পঠিত
- গাড়ী ছিনতাইকারী রুবেল-মিজান ও রিপন গংয়ের বিরুদ্ধে চান্দগাঁও থানায় অভিযোগঃ
সিটিজি নিউজ ডেস্কঃ সিএমপির চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ বরাবর গত ২৯ জানুয়ারী ২৫ খ্রীঃ রাত্রে সাংবাদিক নুরুল আবছার আনছারী গাড়ী ছিনতাইকারী রুবেলসহ তার কুকর্মের সহযোগী মিজান, রিপন গংয়ের বিরুদ্ধে কক্সবাজার থ ১১- ২২৮৫ নম্বরের গাড়ী, ২৯ জানুয়ারী ২০২৫ খ্রীঃ আনুমানিক দুপুর ২.০৫ ঘটিকার সময় পূর্ব শত্রুতার জের ধরে সিএমপির চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড়স্থ ঝিনুকের গাড়ীর গ্যারেজ অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ায় বিষয়ে, অভিযোগ দায়ের করার সংবাদ পাওয়া যায়। অভিযোগটি চান্দগাঁও থানার পুলিশ কর্মকর্তা নুরুজ্জামানের নিকট তদন্তাধীন মর্মে জানা যায়।
অভিযোগে উল্লেখিত ব্যক্তি যথাক্রমে ১/ মোহাম্মদ রুবেল (৩০), পিতা-আব্বাছ মিয়া, মাতা-সাথী বেগম, আমির সওদাগরের বাড়ী, চান্দ মিয়া মুন্সী লেইন, ডিসি রোড, বাকলিয়া, ডাকঘর- চকবাজার (৪২০৩) থানা-চকবাজার, হালসাং- বাচ্চু কলোনী, কোকাকোলা গেইটের বিপরীতে, মোহরা, কাপ্তাই রাস্তার মাথা, থানাঃ চান্দগাঁও, জেলাঃ চট্টগ্রাম, মোবাঃ নং- ০১৯৭০-৯২৬৩৯২ ও ০১৬০০-৮৬৮৪৫২, ২/ মোঃ মিজান (৩৫), পিতাঃ মোঃ শানু মিয়া, মাতাঃ রোকেয়া বেগম, সাং আবাসন, চরকচ্ছিপয়া, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, হালসাং- রশিদের ভাড়া ঘর, ইয়াছিন হাজীর বাড়ী, বসুন্ধরা কমিউনিটি সেন্টার, থানাঃ চান্দগাঁও, জেলাঃ চট্টগ্রাম, মোবাঃ ০১৮৮৭-২৪১৯৭৩, ৩/ রিপন (৪৫), পিং- অজ্ঞাত, মোবাইল নং- ০১৬০২- ৭৮৩৬১৫, সাং- চান্দগাঁও আবাসিক, বহদ্দারহাট, থানাঃ চান্দগাঁও, জেলাঃ চট্টগ্রামে স্বস্ত্রীক বসবাস করার সংবাদ পাওয়া যায়। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগে উল্লেখিত ১ – ৩ নং আসামীগন অভিযোগকারীর পূর্ব পরিচিত হয়। উক্ত পরিচিতির সুবাদে ২নং আসামী মিজান বিভিন্ন সমাস্যার কথা বলে, অভিযোগকারীর নিকট হইতে ১০,০০০/- (দশ হাজার) টাকা ধার/ হাওলাৎ নেয়। উক্ত টাকাগুলো চাইতে গেলে বিভিন্ন ধরনের তালবাহানা শুরু করে। গত ২৩ আগস্ট ২৪ খ্রীঃ বিকাল অনুমান ৩.০০ ঘটিকার সময় অভিযোগকারী উক্ত টাকা চাইতে ২নং আসামীর উপরোক্ত ভাড়া বাসায় গেলে, তিনি অভিযোগকারীকে বিভিন্ন রকম ভয়-ভীতি ও হুমকী প্রদর্শন করে। তৎকারণে অভিযোগকারী তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় ডায়রী করেন, যার নং ১০৫০/২৪।অভিযোগকারী ২ ও ৩ নং আসামীর মৌখিক জিম্মায় কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে ১নং আসামী রুবেলকে অভিযোগকারীর মালিকানাধীন কক্সবাজার থ ১১- ২২৮৫ নম্বরের গাড়ীটি সাপ্তাহিক ৩,০০০/- ( তিন হাজার) টাকা ভাড়া ধার্যে ভাড়া প্রদান করেন। ১নং আসামী নিয়মিত ভাড়া পরিশোধ না করাসহ ইতিপূর্বে অভিযোগকারীর পাওনা টাকা পরিশোধ না করায়, অভিযোগকারী তার নিকট হইতে ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা পাওনা। ১নং আসামী রাত্রে অভিযোগকারীর গাড়ী গ্যারেজ হইতে বের করে এবং সকাল আনুমানিক ৮ ঘটিকা হইতে ৯ ঘটিকার মধ্যে আবার ঝিনুকের গ্যারেজে গাড়ী রাখিয়া বাসায় চলে যায় মর্মে গ্যারেজের কেয়ারটেকার জানায়। অনুরূপ ভাবে ২৯ তারিখেও গাড়ী রাখে। ১নং আসামীকে অভিযোগকারীর সাথে লেনদেন শেষ না করে, উক্ত গাড়ির গ্যারেজ হইতে, উপরোক্ত নম্বরের গাড়ীটি বের না করার জন্য বলিলে, ১নং আসামী গাড়ীটি পাশের আরেকটি গ্যারেজে রাখার কথা বলে, গত ২৯ জানুয়ারী ২০২৫ খ্রীঃ আনুমানিক সময় দুপুর ২.০৫ ঘটিকায়, ঘটনাস্থল চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড়স্থ ঝিনুকের গাড়ীর গ্যারেজ হইতে, উক্ত গাড়ীর গ্যারেজের মালিকসহ কয়েকজন ব্যক্তির উপস্থিতিতে গাড়ী স্টার্ট দিয়ে আরাকান রোড হয়ে দ্রুত বহদ্দার হাটের দিকে চলে যায়। সাথে সাথে অভিযোগকারীও অন্য গাড়ীর মাধ্যমে তার পিছু নিয়ে, গাড়ী আটক করার চেষ্টা করেও, ব্যর্থ হয়। ২ ও ৩ নং আসামী যথাক্রমে মিজান ও রিপনের মৌখিক জিম্মায় সরল বিশ্বাসে অভিযোগকারী ১নং আসামী রুবেলকে গাড়িটি ভাড়ায় প্রদান করিয়াছেন। ১ ও ২ নং আসামীর নিকট হইতে পাওনা টাকা চাওয়ায়, সকল আসামীগণ পরস্পর যোগসাজসে একই উদ্দেশ্যে, অভিযোগকারীর পাওনা টাকা ও উপরোক্ত নম্বরের গাড়ি আত্মসাৎ করার কুউদ্দেশ্যে উপরোক্ত ঘটনার তারিখ ও সময়ে উপরোক্ত ঘটনাস্থল হইতে ১নং আসামী গাড়ীটি দ্রুত অজ্ঞাত স্থানে নিয়ে যায়। গাড়িটি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর উদ্ধার করতে না পারায়, অভিযোগকারী বাধ্য হইয়া সিএমপির চান্দগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর আসামীগন পলাতক থাকায়, তাদের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। সচেতন মহল অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..