1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
সাইকেল হাউজ, খুলনা নামক পেইজের আড়ালে চলছে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের মহোৎসব - Ctg News BD
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
ঘোষনা
BNP জামায়াতসহ যে দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেন সিএমপির বন্দর থানার ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানীর অভিযোগ কে এই লাভলী? তালাক কার্যকরের পরেও তালাকদাতার পিছু ছাড়ছেনা! ইকবালের খরিদা সম্পত্তিতে বাধা প্রদানকারী কে এই ইসমাইল! সিটিজি নিউজ সাইকেল হাউজ, খুলনা নামক পেইজের আড়ালে চলছে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের মহোৎসব চট্টগ্রামের লোহাগাড়ায় বিস্ফোরক মামলার আসামীকে নিয়ে সংবাদ সম্মেলন করায় চাঞ্চল্য সৃষ্টি দূর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সময়ের দাবী কে এই পুলিশ কর্মকর্তা মহররম আলী সাংবাদিকগন আসলেই কি অসহায়! মিথ্যা মামলা ও প্রাননাশের হুমকীতে অতিষ্ঠ শিকলবাহার আনোয়ার

সাইকেল হাউজ, খুলনা নামক পেইজের আড়ালে চলছে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের মহোৎসব

সাবির
  • আপডেট টাইম : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৭ বার পঠিত

সাইকেল হাউজ, খুলনা নামক পেইজের আড়ালে চলছে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের মহোৎসব।

সিটিজি নিউজ ডেস্ক:- Onlinebazaar.com 786 ব্যবহারে সাইকেল হাউজ, খুলনা নামক ফেইজবুক পেজ খোলে +880 1825-678880, 01333-629440 এবং 01781-962367 নম্বরের মোবাইলের মাধ্যমে JHAD HOSSAIN, Md. Monir Hossain সহ তাদের দলীয় বেশ কয়েকজন লোক অনলাইনের মাধ্যমে নির্বিঘ্নে প্রতারণার আশ্রয়ে বিশ্বাস ভঙ্গক্রমে হাজার হাজার নীরিহ লোক হইতে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়।

০১৮২৫-৬৭৮৮৮০ নম্বর ব্যবহারকারী ব্যক্তি নীজের নাম JHAD HOSSAIN পরিচয়ে Electro Magic 786 – এর প্রোডাকশন ম্যানেজার, 01781-962367 নম্বরের মোবাইল ব্যবহারকারী ব্যক্তি নীজের নাম- MD. MONIR HOSSAIN পরিচয়ে pick up Agent এবং 01333-629440 নম্বরের মোবাইল ব্যবহারকারী ব্যক্তি নীজেকে উক্ত কোম্পানির মালিক পরিচয়ে অনলাইনে ইলেকট্টো সাইকেল বিক্রির ফন্দি আঁটে, প্রতারণার মাধ্যমে সাংবাদিক আনছারীসহ অনেক নীরিহ লোকজন হইতে মোটা অংকের হাতিয়ে নেয়।

প্রতারণার কৌশল: উপরোক্ত প্রতারক ব্যক্তিগণ পরস্পরের যোগসাজশে একই উদ্দেশ্যে কিছু সুন্দর সুন্দর ইলেকট্রো সাইকেলের ছবির মাধ্যমে আকর্ষণীয় ভিডিও তৈরি করে ০১ দিনের জন্য মাত্র ৬,০০০/- (ছয় হাজার) টাকায় সাইকেল বিক্রির কথা বলে, সাইকেলের ট্রান্সপোর্ট/কেরিং খরচ বাবদ প্রথমে ১০২০/- (এক হাজার বিশ) টাকা উক্ত কোম্পানির মালিক পরিচয় দানকারী ব্যক্তির ব্যবহৃত বিকাশ নং- ০১৩৩৩-৬২৯৪৪০ এর মাধ্যমে পাঠাতে বলেন।

বাকী ৫০০০/- (পাঁচ হাজার) টাকা ইলেকট্রো সাইকেল বুঝে নেওয়ার সময় দিতে বলে। প্রতারক চক্র সাইকেলের ক্রেতা হইতে ১০২০/- টাকা গ্রহণের পরের দিন জানান যে, উপরোক্ত মনির হোসেন হইতে পন্যটি ডেলিভারী নেওয়ার সময় তাকে একটি কোড পাঠাতে হবে।

বাকী ৫০০০ টাকা উপরোক্ত বিকাশ নম্বরের মাধ্যমে পাঠালে তারা সাইকেলের ক্রেতাকে একটি কোড দেবে এবং সেটি মনিরকে পাঠালে, মনির পণ্যটি ডেলিভারী দিবে, অন্যথায় নহে।

তাদের কথা মতে বাকী ৫০০০/- টাকা পাঠানোর পর, তারা আর মোবাইল ফোন ধরেনা, আর যারা ৫০০০/-টাকা দেয়না তাদেরকে বলে যে, ৫০০০/- টাকা না পাঠালে এডভান্সের ১০২০/- টাকা আর কোনদিন ফেরত দিবেনা। এভাবে তারা অনলাইনে প্রতারণার ফাঁদে ফেলে ০১ দিনের মধ্যে আনছারীসহ অনেক লোক হইতে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।

ভুক্তভোগীরা উপরোক্ত বিষয়ে আইনগত ব্যবস্থ্যা গ্রহণের মাধ্যমে তাদের টাকা উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অন্যথায় এই প্রতারক চক্র উক্তরুপ আরো অনেককে নিঃস্ব করিবে।

বেশ কয়েকজন ভুক্তভোগী উপরোক্ত মোবাইল নম্বর ব্যবহারকারী প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন মর্মে এ প্রতিবেদককে জানান।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD