1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
BNP জামায়াতসহ যে দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেন - Ctg News BD
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
ঘোষনা
BNP জামায়াতসহ যে দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেন সিএমপির বন্দর থানার ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানীর অভিযোগ কে এই লাভলী? তালাক কার্যকরের পরেও তালাকদাতার পিছু ছাড়ছেনা! ইকবালের খরিদা সম্পত্তিতে বাধা প্রদানকারী কে এই ইসমাইল! সিটিজি নিউজ সাইকেল হাউজ, খুলনা নামক পেইজের আড়ালে চলছে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের মহোৎসব চট্টগ্রামের লোহাগাড়ায় বিস্ফোরক মামলার আসামীকে নিয়ে সংবাদ সম্মেলন করায় চাঞ্চল্য সৃষ্টি দূর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সময়ের দাবী কে এই পুলিশ কর্মকর্তা মহররম আলী সাংবাদিকগন আসলেই কি অসহায়! মিথ্যা মামলা ও প্রাননাশের হুমকীতে অতিষ্ঠ শিকলবাহার আনোয়ার

BNP জামায়াতসহ যে দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২২ বার পঠিত

বিএনপি-জামায়াতসহ যে দলগুলো সই করল জুলাই সনদে

সিটিজি নিউজ: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৪টা ৩৭ মিনিটে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতারা।

ড. মুহাম্মদ ইউনূস, আলী রীয়াজসহ জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যবৃন্দ এবং ২৫টি রাজনৈতিক দলের দুজন করে প্রতিনিধি এই সনদে স্বাক্ষর করেন। তবে এনসিপি ও আরও ৪টি বাম দল স্বাক্ষর অনুষ্ঠানে অনুপস্থিত ছিল। স্বাক্ষর অনুষ্ঠানের আগে তারা সংস্কার প্রস্তাবনা নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়েছিল।

স্বাক্ষরকারী ২৫টি রাজনৈতিক দলের ৫০ জন সদস্যরা হলেন-

১. লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি: ড. রেদোয়ান আহমেদ (মহাসচিব), ড. নেয়ামূল বশির (প্রেসিডিয়াম সদস্য)।
২. খেলাফত মজলিস: মাওলানা আব্দুল বাছিত আজাদ (আমীর), ড. আহমদ আবদুল কাদের (মহাসচিব)।
৩. রাষ্ট্র সংস্কার আন্দোলন: হাসনাত কাইয়ুম (প্রধান সমন্বয়ক), সৈয়দ হাসিবউদ্দীন হোসেন (মিডিয়া সমন্বয়ক)।
৪. আমার বাংলাদেশ পাটি (এবি পার্টি): মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু (চেয়ারম্যান), ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (সাধারণ সম্পাদক)।
৫. নাগরিক ঐক্য: মাহমুদুর রহমান মান্না (সভাপতি), শহীদুল্লাহ কায়সার (সাধারণ সম্পাদক)।
৬. জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম): ববি হাজ্জাজ (চেয়ারম্যান), মোমিনুল আমিন (মহাসচিব)।
৭. বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর (মহাসচিব), সালাহউদ্দিন আহমেদ (জাতীয় স্থায়ী কমিটির সদস্য)।


৮. বাংলাদেশ খেলাফত মজলিস: মাওলানা ইউসুফ আশরাফ (সিনিয়র নায়েবে আমীর), মাওলানা জালালুদ্দীন আহমদ (মহাসচিব)।
৯. বাংলাদেশ জামায়াতে ইসলামী: ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের (কেন্দ্রীয় নায়েবে আমীর), মিয়া গোলাম পরওয়ার (সেক্রেটারী জেনারেল)।
১০. গণসংহতি আন্দোলন: জোনায়েদ সাকি (প্রধান সমন্বয়কারী), আবুল হাসান রুবেল (নির্বাহী সমন্বয়কারী)।

১১. জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি: শহীদ উদ্দিন মাহমুদ স্বপন (সাধারণ সম্পাদক), তানিয়া রব (সিনিয়র সহ-সভাপতি)।
১২. গণঅধিকার পরিষদ (জিওপি): নুরুল হক নুর (সভাপতি), মোঃ রাশেদ খাঁন (সাধারণ সম্পাদক)।
১৩. বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি: সাইফুল হক (সাধারণ সম্পাদক), বহ্নিশিখা জামালী (রাজনৈতিক পরিষদ সদস্য)।
১৪. জাতীয়তাবাদী সমমনা জোট: ড. ফরিদুজ্জামান ফরহাদ (সমন্বয়ক), বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান (সভাপতি, জাগপা)।


১৫. ১২ দলীয় জোট: শাহাদাত হোসেন সেলিম (মুখপাত্র)।
১৬. ইসলামী আন্দোলন বাংলাদেশ: অধ্যাপক আশরাফ আলী আকন (প্রেসিডিয়াম সদস্য), মাওলানা গাজী আতাউর রহমান (সিনিয়র যুগ্ম মহাসচিব)।
১৭. গণফোরাম: বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী (ভারপ্রাপ্ত সভাপতি), ডা. মো. মিজানুর রহমান (সাধারণ সম্পাদক)।
১৮. জাকের পাটি: আলহাজ্ব শহীদুল ইসলাম ভুইয়া (ভাইস চেয়ারম্যান), জহিরুল হাসান শেখ (যুগ্ম সাধারণ সম্পাদক)।
১৯. জাতীয় গণফ্রন্ট: আমিনুল হক টিপু বিশ্বাস (কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক), মঞ্জুরুল আরেফিন লিটু বিশ্বাস (সদস্য)।
২০. বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি: মাওলানা আবদুল মাজেদ আতহারী (সিনিয়র নায়েবে আমীর), মাওলানা মুসা বিন ইযহার (মহাসচিব)।


২১. বাংলাদেশ লেবার পার্টি: ডা. মোস্তাফিজুর রহমান ইরান (চেয়্যারম্যান), খন্দকার মিরাজুল ইসলাম (ভারপ্রাপ্ত মহাসচিব)।
২২. ভাসানী জনশক্তি পার্টি: বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম (বাবলু) (চেয়ারম্যান), ড. মোহাম্মদ আবু ইউসুফ (সেলিম) (মহাসচিব)।
২৩. জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ: মাওলানা আব্দুর রব ইউসুফী (সহ-সভাপতি), মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী (মহাসচিব)।
২৪. ইসলামী ঐক্যজোট: মাওলানা আব্দুল কাদের (চেয়ারম্যান), মুফতী সাখাওয়াত হোসাইন রাজী (মহাসচিব)।
২৫. আমজনতার দল: কর্নেল মিয়া মশিউজ্জামান (অব:) (সভাপতি), মোঃ তারেক রহমান (সাধারণ সম্পাদক)।

এছাড়াও, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান এবং শহীদ তাহির জামান প্রিয়র মা শামসী আরা বেগম শহীদ পরিবারের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর মঞ্চে উপস্থিত ছিলেন।
সংগৃহীত ছবি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD