1. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  2. banglahost.net@gmail.com : rahad :
মন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছিলাম: অলি - Ctg News BD
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন

মন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছিলাম: অলি

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২৩৩ বার পঠিত

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ বলেছেন, ২০২৪ সালে মন্ত্রী হওয়ার জন্য প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় গেলে গজব পড়বে। ঘরে বসে থাকুন, ভোট দেওয়া থেকে বিরত থাকুন।

ভোট বর্জনের আহ্বান জানিয়ে অলি আহমদ বলেন, ভোটকেন্দ্রে যাওয়ার জন্য প্রত্যেকের ঘরে গিয়ে ভয় দেখানো হচ্ছে। ভোটকেন্দ্রে না গেলে মামলা হামলা করবে বলা হচ্ছে। গরিবদের ৫০০ ও ১ হাজার টাকা দেওয়া হবে। যারা (সরকারি কর্মকর্তা) নির্বাচনী দায়িত্বে আছেন তাদের ৬০ শতাংশ ভোট কাস্ট দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) দলের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনে ড. কামাল হোসেনের ফাঁদে পড়ে বিএনপি ভোটে যায়। এতে আওয়ামী লীগ জিতে ক্ষমতা আরও পাকাপোক্ত করে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওবায়দুল কাদের বলেছেন বিএনপির অবস্থা হেফাজতের থেকে খারাপ হবে। জামায়াতের মতো অবস্থা করতে চেয়েছিল ২৮ তারিখে। আব্দুর রাজ্জাক (কৃষিমন্ত্রী) বলেছেন, বিএনপিকে সাজা না দিলে ভোট করতে পারতো না। সবাইকে জেলে নিক্ষেপ করা হয়েছে। দেশকে ও দেশের জনগণকে বাঁচান। ভাগাভাগি বন্ধ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD