অন্য সবকিছুর মাঝে কি আসিফ মাহতাবের ইস্যুটি
দৃষ্টি থেকে হারিয়ে যাচ্ছে?
আজকের গণ-সচেতনতার সূচনালগ্নে শরীফা / শরীফার গল্প জন-মানুষের দৃষ্টিতে আনার ক্ষেত্রে আসিফ মাহতাব ছিলেন মহানায়ক। তিনি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য, প্রতিথযশা শিক্ষক।
তাই, শিক্ষক, শিক্ষার্থী, বুদ্ধিজীবী, আলেমসমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ইসলামপ্রিয় জনতার প্রতি আহবান জানাচ্ছি, আসিফ মাহতাবকে যথাযথ সম্মানের সহিত স্বরণ করা প্রয়োজন। তিনি খুবই অসুস্থ। প্রতি মূহুর্তেই তাকে ডাক্তারের পরামর্শে থাকতে হয়।
তার জন্যে দোয়ার দরখাস্ত। তার কাছে আমরা জাতিগতভাবে অনেক ঋণী। সেই ঋণ পরিশোধ করার চেষ্টা খুবই জরুরী।