বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম ইউনিটের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটে প্রাঙ্গনে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু করা হয়।
রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট ও জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নূর উর রহমান, ট্রেজারার এম এ সালাম, প্রধান নির্বাচন কমিশনার মো: দিদারুল আলম, সেক্রেটারি মো: আসলাম খান, কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, সিটি ভাইস চেয়ারম্যান আলমগীর পারভেজ, কার্যনির্বাহী সদস্য, আজীবন ও বার্ষিক সদস্য এবং যুব সদস্যবৃন্দ।
ইউনিটের ২০২৩ সালের কার্যবিবরণী, ২০২২ সালের অডিট রিপোর্ট, ২০২৩ সালের আয়-ব্যয় ও বার্ষিক প্রতিবেদন এবং ২০২৪ সালের সম্ভাব্য বাজেট পেশ করেন ইউনিট সেক্রেটারী মোঃ আসলাম খান । সভায় উপস্থিত আজীবন ও বার্ষিক সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন। বার্ষিক সাধারণ সভা সম্পন্ন করে ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মোট ১৩ প্রার্থী কার্যনির্বাহী পরিষদের ৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে।
সভাপতির বক্তব্যে এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, রক্তদান, আর্ত মানবতার সেবায়, যুদ্ধ বিধ্বস্ত, প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে থাকে রেড ক্রিসেন্ট। সারাবিশ্বের মত বাংলাদেশে রেডক্রিসেন্ট বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। অতিমারী করোনা পরিস্থিতি মোকাবেলায় রেড ক্রিসেন্ট খাদ্য সহায়তা প্রদান, টিকা প্রদান, স্বাস্থ্য সচেতনতায় উদ্বুদ্ধকরণ লিফলেট বিতরণ, অক্সিজেন সিলিন্ডার প্রদান কাজে সহায়তা অব্যাহত রেখেছে।
তিনি বলেন, শীত মৌসুমে শীতার্থ মানুষ যেন পর্যাপ্ত শীতবস্ত্র পায় সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান। স্বচ্ছ হিসাব-নিকাশ বাস্তবায়ন করতে পারছে। হাসপাতালের আয় বৃদ্ধিসহ অন্যান্য সেক্টরে সেবাকার্যক্রম উন্নত করা হয়েছে। বিভিন্ন দিবস উদযাপনসহ নানাবিধ পরিকল্পনা গ্রহণের হাসপাতালের ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। আয়ের পরিমাণ ৩৫-৪০ লক্ষ টাকা থেকে বেড়ে ১ কোটি ৮ লক্ষ টাকায় হয়েছে। ৮ মাসের বেতন বাকি ছিল। এখন ৬ মাসের বেতন পরিশোধ করা হয়েছে বাকি ২ মাসের বেতন পরিশোধ করা হবে। ফলে চিকিৎসক, হাসপাতালের কর্মকর্তা, কর্মচারীরা স্বতঃফূর্ত ভাবে সেবা প্রদান করছে এতেই উন্নত হয়েছে সেবার মান।
নির্বাচনে ভোট দেওয়ার পর চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টে সোসাইটি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, ‘‘আজ সকলের খুশি দিন। এই ইউনিটের দায়িত্ব নিয়ে আমি বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটি ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। সকাল ১১:৩০ থেকে শুরু হওয়া এ নির্বাচনের ভোট গ্রহণ চলে বিকেল ৪: ৩০ পর্যন্ত। মোট ১৩ প্রার্থী কার্যনির্বাহী পরিষদের ৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছে।
নির্বাচন ফলাফলে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, সেক্রেটারী পদে মোঃ আসলাম খান, কার্যনির্বাহী সদস্য পদে রাইসুল ইসলাম চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, শহিদুল ইসলাম, ইসমাইল হক চৌধুরী ফয়সাল ও সুগ্রীব মজুমদার দোলন আজীবন ও বার্ষিক সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে।
ফলাফল ঘোষণা করেন ইউনিট নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ দিদারুল আলম।