চট্টগ্রাম প্রেসক্লাবে পেশাদার সাংবাদিকদের অধিকার সু-নিশ্চিতকরণের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যসহ বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন এবং সচেতন নাগরিকবৃন্দ। ১৪ আগস্ট বুধবার দুপুরে প্রেসক্লাবের সামনে অধিকার বঞ্চিত সাংবাদিকরা এ কর্মসূচী পালন করেন। এসময় তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন।