চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন পাঠানপাড়ায় এক পথচারীকে জুয়ার ফাঁদে ফেলে অভিনব কৌশলে মুঠোফোন ছিনতাই করেছিল দুর্বৃত্তরা। এ বিষয়ে অভিযোগ পেয়ে বায়েজিদ বোস্তামী থানা-পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ২ জন হলেন মো. ফোরকান (৪৫) ও মো. ইব্রাহিম (৩৫)।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, ভুক্তভোগী সাইফুল ইসলাম (২২) একজন দিনমজুর। ১৬ ডিসেম্বর (শনিবার) তিনি তাঁর বোনের বাসায় বেড়াতে যান। পরদিন ১৭ ডিসেম্বর (রোববার) বোনের বাসা থেকে কক্সবাজারের কুতুবদিয়ায় যাওয়ার সময় সকাল সাড়ে ৮টার দিকে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন পাঠানপাড়া এলাকায় ৩ ছিনতাইকারী জোর করে তাঁকে জুয়ার আসরে বসতে বলে। কিন্তু সাইফুল রাজি না হলে ছোরা দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাঁর কাছ থেকে একটি স্মার্টফোন ও নগদ ১ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ওই দিনই দুপুর ২টার দিকে বায়েজিদ বোস্তামী থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়েই থানা-পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করে। একপর্যায়ে রাত ৯টার দিকে অক্সিজেন মোড় থেকে ফোরকান ও ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া স্মার্টফোনটি উদ্ধার করা হয়। মামলার আরেক আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুই আসামির মধ্যে ফোরকানের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় এর আগেও ৩টি মামলা রয়েছে।