মিথ্যা মামলা ও প্রাননাশের হুমকীতে অতিষ্ঠ শিকলবাহার আনোয়ার
মোঃ আসহাব উদ্দিন সাকিব,
-
আপডেট টাইম :
সোমবার, ১১ আগস্ট, ২০২৫
-
৫২৬
বার পঠিত
- মিথ্যা মামলা ও প্রাননাশের হুমকীতে অতিষ্ঠ শিকলবাহার আনোয়ার।চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকার ময়নার বাপের বাড়ীর বাসিন্দা আনোয়ার হোসেন বাদী হইয়া মিথ্যা মামলায় জড়িত করিয়া হয়রানী ও প্রাননাশের হুমকীর প্রেক্ষিতে গত ১০ আগস্ট ২৫ খ্রীঃ একই এলাকার বাসিন্দা ১। মহিউদ্দিন (৪২), পিতা-মৃত নোয়া মিয়া, ২) মোঃ বেলাল (৩৫), পিতা–মৃত সোনা মিয়া, ৩। মোঃ আজম (৩৪), পিতা-মৃত নোয়া মিয়া, ৪। মোঃ হাসান রানা (২৪), পিতা-মৃত সোনা মিয়া, ৫। মোঃ কাদের (৩৬), পিতা- মৃত অলি আহাম্মদ, ৬। রেহেনা আকতার (৪০), পিতা-মৃত সোনা মিয়াসহ তাদের দলীয় অজ্ঞাতনামা ৭/৮ জন লোককে প্রতিপক্ষ/ বিবাদী করিয়া চট্টগ্রামের আদালতে একখানা বিশেষ ডায়রী করেন, যার নং ১১৭১। উক্ত ডায়রী সূত্রে জানা যায় যে, বিবাদীগন পরের ধন সম্পদ আত্মসাৎকারী, প্রতারক, অসৎ প্রকৃতির লোক। বিবাদীগন দেশের প্রচলিত আইন কানুনের কোন তোয়াক্কা করেনা। উপরোক্ত ১নং বিবাদী বর্তমানে বিদেশে অবস্থান করেন। ১নং বিবাদীর কু- প্ররোচনা ও ইন্ধনে ২-৬ নং বিবাদীগন ডায়রীদাতা আনোয়ারের স্বত্বীয় ও দখলীয় সম্পত্তি জবর দখলের প্রচেষ্টা চালাচ্ছেন। ডায়রীদাতা আনোয়ার প্রতিবাদ করিলে বিবাদীগন ডায়রীর বাদীসহ বাদীর ছেলে আশরাফ হোসেন জুয়েল ও আজমল হোসেন ফয়সাল এবং বাদীর ভাই বশির আহমদ এবং বাদীর অপরাপর আত্নীয় স্বজনকে শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে হত্যা কিংবা বিভিন্ন মিথ্যা মামলায় জড়িত করিয়া হয়রানী করার হুমকী ধামকী প্রদান করেন। ইতিপূর্বে ২নং বিবাদী মোঃ বেলাল বাদীসহ বাদীর ২ ছেলে, ভাই বশির ও বশিরের ছেলেকে আসামী করে একখানা মিথ্যা মামলা দায়ের করে ব্যাপক হয়রানী করিয়াছে এবং আরো মিথ্যা মামলা দায়ের করিয়া ব্যাপক হয়রানী করার হুমকী প্রদান করিয়া আসিতেছে।

- তৎকারণে ডায়েরীদাতার সন্দেহ হয় যে, বিবাদীগনের কথামতো ডায়রী দাতার মালিকানাধীন সম্পত্তি বিবাদীগনের দখলে ছেড়ে না দিলে, ভবিষ্যতে বিবাদীগন কিংবা তাদের আত্মীয় স্বজনরা ডায়েরীদাতা কিংবা ডায়রীদাতার আত্নীয় স্বজনকে শারীরিক মানসিক নির্যাতনের মাধ্যমে হত্যা করিয়া লাশ গুম কিংবা আরো বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় জড়িত করিয়া ব্যাপক হয়রানী করিতে পারে। তৎকারনে ডায়রীদাতা বাধ্য হইয়া ভবিষ্যতে সূত্র হিসেবে প্রয়োগের নিমিত্তে আদালতে সংবাদ প্রদান করিতে বাধ্য হন। ইদানিং ২-৬ নং বিবাদীগন ডায়রীদাতা আনোয়ারকে এই মর্মে হুমকি প্রদান করে যে, ভবিষ্যতে ডায়রীদাতা আনোয়ার বিবাদীগনের হুমকীর বিষয়ে কোন ধরনের আইনগত ব্যবস্থা গ্রহন করিলে, বিবাদীগন কিংবা বিবাদীগনের আত্নীয় স্বজন, আনোয়ার কিংবা আনোয়ারের ০২ ছেলে কিংবা ভাই বশির কিংবা আনোয়ার বা আনোয়ারের ভাই বশিরের পরিবার-পরিজন কিংবা তাদের পরিবারের অপরাপর সদস্যগনকে শারীরিক- মানসিক নির্যাতনের মাধ্যমে হত্যা করিয়া লাশ গুম কিংবা বিবাদীগন অথবা তাদের দলীয় অজ্ঞাতনামা লোকজনের মাধ্যমে জামিন অযোগ্য ধারায় মিথ্যা মামলায় জড়িত করিয়া, জান-মালের ব্যাপক ক্ষতি সাধন করিবে। বিবাদীগনের এহেন হুমকীতে অনন্যপায় হইয়া ডায়রীদাতা আনোয়ার ঘর বাড়ী ছেড়ে দিয়ে অন্যত্র বসবাস করিতেছে।

- এমতাবস্থায় ডায়রীদাতা আনোয়ারের আনীত সংবাদটুকু বিজ্ঞ আদালতে সংরক্ষিত সাধারণ ডায়রীতে ডায়রীদাতা আনোয়ার ও তার পরিবার পরিজনের জান ও মালের নিরাপত্তা, শারীরিক-মানসিকভাবে নির্যাতনসহ মিথ্যা মামলায় জড়িত করিয়া হয়রানী করার হুমকী-ধমকী এবং ভবিষ্যতে দন্ডবিধির ৩০২/৪৩৫/৪৩৬ ধারার অপরাধ সংঘটনের আশংকাসহ যেকোন অনাকাঙ্কিত ঘটনার বিরুদ্ধে ভবিষ্যত রেকর্ড হিসাবে ব্যবহারের উদ্দেশ্যে লিপিবদ্ধ করার আবেদন করেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ৭/৮ জন লোক জানায় যে, সার্ভেয়ার পরিচয়ে বেশ কয়েকজন মুন্সী ও এলাকার কতেক কথিত সালিসকারের কারণে জায়গা সম্পত্তিকে কেন্দ্র করে মিথ্যা মামলা ও হামলার ঘটনা ঘটছে যাহা বন্ধ করা একান্ত প্রয়োজন, নচেৎ ডায়রীদাতা আনোয়ারের মত অনেকেই হয়রানীর শিকার হতে পারে, যাহা মোটেও কাম্য নয়। বিবাদীগন প্রভাবশালী হওয়ার ডায়রীদাতা আনোয়ার কোন ধরনের প্রতিকার পাচ্ছেন না। এমনকি বিবাদী বেলালের মামলায় কারাগারেও যেতে হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..