ইকবালের খরিদা সম্পত্তিতে বাধা প্রদানকারী কে এই ইসমাইল!
সিটিজি নিউজ ডেস্কঃ চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউনিয়নের ১নং ওয়ার্ড খুইদ্দার টেক এলাকার বাসিন্দা ইকবাল খোরশেদের খরিদা সম্পত্তি জবর দখলের অভিযোগ পাওয়া যায়।
ইকবাল তার এলাকার জনৈক রফিক, আল আমিনসহ ৭ ভাই ১ বোন হতে ১০ কড়া জায়গা খরিদ করার কয়েক বৎসর পর দিল আহমদ নামক জনৈক ব্যক্তি একই তপশীলের জায়গা অপর ২ ভাই শেখ আহমদ ও মনির আহমদ হইতে ৪ কড়া খরিদ করতঃ ইকবাল খোরশেদের খরিদা সম্পত্তি জবর দখল করার পায়তারা চালানোর অভিযোগ ইকবালের। কর্ণফুলী থানাধীন চরপাথর ঘাটার বিএনপির নেতা পরিচয় দানকারী জনৈক মির্জা ইসমাইল, ইকবালের খরিদা সম্পত্তির পাশে ৪ কড়া সম্পত্তির খরিদদার সম্পর্কে দিল আহমদের ভাগিনা। অর্থ্যাৎ মির্জা ইসমাইলের খালার স্বামী হইল এই দিল আহমদ। আর ইসমাইলের সহযোগী হইল খুইদ্দারটেক এলাকার বাসিন্দা মৃত রশিদ আহমদ ছেলে শেখ আহমদ। উক্ত এলাকার কয়েকজন লোকের ভাষ্যমতে এই দিল আহমদ কিশোর গ্যাংয়ের নেতা। ৪ কড়া জায়গার খরিদদার বিরোধীয় সম্পত্তিতে একটি ডিম এবং আরেকটি ঔষধের দোকান দিলেও “বেআইনি ভাবে অন্যায় লাভের আশায় ইচ্ছাকৃতভাবে ক্ষতি করার অভিপ্রায়ে” ইকবাল খোরশেদকে কোন দোকান কিংবা অন্য কোন কিছুর স্থাপনা করতে বাধা দিচ্ছেন উপরোক্ত কিশোর গ্যাং লিডার ও বিএনপির নেতা পরিচয় দানকারী ব্যক্তিসহ তাদের দলীয় অপরাপর কয়েকজন লোক। উপরোক্ত ব্যক্তিগণ ছাড়াও বেশ কয়েকজন অজ্ঞাতনামা লোকজন ইকবালকে বিরোধীয় সম্পত্তির দখল ছাড়িয়া দেওয়ার জন্য বিভিন্ন তারিখ ও সময় বিভিন্নভাবে ভয়-ভীতি দেখাচ্ছেন। উপরোক্ত বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইকবাল খোরশেদ স্থানীয় কর্ণফুলী থানা প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অন্যদিকে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন।