1. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  2. banglahost.net@gmail.com : rahad :
সিটিজি নিউজ এর প্রকাশক ও সস্পাদককে হুমকীর বিষয়ে সিএমপির কোতোয়ালী থানায় ডায়রী - Ctg News BD
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
ঘোষনা
লালবাগে কারখানায় ঢুকে সন্ত্রাসী হামলা, আহত ২ কর্ণফুলীর বাসিন্দা আনোয়ারের বসতঘরের পাকা দেওয়ালে আস্তর দিতে বাধাদানসহ চলাচলের রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ সম্পাদক-সাংবাদিক-মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকতের সংক্ষিপ্ত জীবনী অন্ধদের ঘাড়ে চেপে প্রকাশ্যে আসছে হাসিনার দোসররা গাড়ী ছিনতাইয়ের অভিযোগে রুবেল- মিজান- রিপনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় অভিযোগ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের দুর্নীতি আড়াল করতে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ নেতাদের কুটকৌশল চট্টগ্রামে সাড়ে ৭ লাখ টাকার অবৈধ বিদেশি সিগারেটসহ যুবক গ্রেপ্তার অক্সিজেনে মসজিদের মুতাওয়াল্লীর কাছে চাঁদা দাবি ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে আইইবির শ্রদ্ধা নিবেদন লক্ষ্মীপুরে রাজনৈতিক প্রতিহিংসার বলি আলমগীর

সিটিজি নিউজ এর প্রকাশক ও সস্পাদককে হুমকীর বিষয়ে সিএমপির কোতোয়ালী থানায় ডায়রী

বেবী চক্রবর্ত্তী, কলকাতা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৩৬৩ বার পঠিত

সিটিজি নিউজ ডেস্কঃ
সিটিজি নিউজ এর সম্পাদক ও প্রকাশক এবং চট্টগ্রাম সাংবাদিক ঐক্য পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আবছার আনছারীর জান মালের ক্ষতি করার হুমকী প্রদান করায় ১। মোঃ ওসমান (৩৫) পিতাঃ মৃত আমির আহমদ, হাজী বাড়ী ও ২। রেহেনা আকতার (৩০), পিতা- এজাহার, পুর্বের স্বামী মোঃ ওসমান এবং বর্তমান স্বামী-মোঃ সাইফুল ইসলাম, উভয়ের সাং- মইন্যাপুকুর পাড়, গ্রাম ও ডাকঃ এনায়েতপুর, থানাঃ হাটহাজারী, জেলাঃ চট্টগ্রামসহ অজ্ঞাতনামা ০২ জনকে বিবাদী করিয়া সিএমপির কোতোয়ালী থানায় অদ্য ১৯ নভেম্বন ২৪ খ্রীঃ ডায়রী নং ১৭২৫।২৪ রুজু করা হয়। ডায়রীর বাদী উক্ত ডায়রীতে উল্লেখ করেন যে,

বিবাদীদ্বয় আমার পূর্ব পরিচিত। বিবাদীদ্বয়ের বিরুদ্ধে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-২, চট্টগ্রামে সি আর মামলা নং- ১৭৪৩/২০২০ ইং দায়ের করি। উক্ত মামলায় উল্লিখিত ১নং বিবাদীর ( ১বৎসরের) সাজা হয় এবং অপর বিবাদী রেহেনা আক্তারকে বিজ্ঞ আদালত খালাস প্রদান করেন। বিজ্ঞ আদালত কর্তৃক খালাস প্রদানের বিষয়ে মাননীয় মহানগর দায়রা জজ আদালত, চট্টগ্রাম উল্লেখিত মামলার ৯৪৭/২০২৪ মুলে আপীল করি। আমি আপিল দায়ের করার পর বিবাদীদ্বয় আমাকে উহা বিজ্ঞ আদালত হইতে প্রত্যাহার করার জন্য বিভিন্ন তারিখ ও সময়ে হুমকী প্রদান করে। ইং ১৯/১১/২০২৪ ইং সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন সদর রেজিস্ট্রি অফিসের বিপরীত পাশের সিটিজি নিউজ (ওসমানের ভাড়া ঘর) এর কার্যালয়ের সামনে আসিয়া বিবাদীগন উল্লেখিত আপিল প্রত্যাহার করার জন্য হুমকি প্রদর্শণ করে। উক্ত আপিল প্রত্যাহার না করিলে, উপরোক্ত বিবাদীগণ কিংবা তাহাদের দলীয় অজ্ঞাতনামা লোকজন যেকোন ভাবে আমার ক্ষতিসাধন করিবে। উক্ত ডায়রীর তদন্তকারী কর্মকর্তা হলেন, এসআই (নিরস্ত্র) মোঃ ইমরানুস সাজ্জাদ, বিপি ৭৮৯৮০৫৬০৩৩, কোতোয়ালী থানা, চট্টগ্রাম।

(২নং বিবাদী রেহেনা আকতার)

উল্লেখ্য যে, উপরোক্ত সি আর মামলা নং ১৭৪৩।২০ এর আসামী মোঃ ওসমান ও তার সাবেক স্ত্রী উপরোক্ত ২নং বিবাদী রেহানা আক্তার তাদের পূর্ব পরিচিত রাউজান থানা এলাকার অজ্ঞাতনামা ০২ জন সন্ত্রাসী প্রকৃতির লোক নিয়ে বাদীর সিটিজি নিউজ এর অফিসের সামনে এসে, বাদীকে জান মালের ক্ষতি করার অপরাধ জনক ভয়ভীতি প্রদর্শনসহ উপর্যপুরি হুমকি প্রদান করায়, উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে, সিএমপির কোতোয়ালী থানায় অত্র ডায়েরী দায়ের করেন। বাদীর অফিসে আসা অজ্ঞাতনামা লোকের মধ্যে ১জনের নাম আবছার মর্মে অভিযুক্ত রেহেনা আকতার জানায়। যার বাড়ী, রাউজান থানাধীন গহিরাস্থ নয়াহাট এলাকায়। বিভিন্ন জনের নিকট উক্ত ব্যক্তিকে রেহেনা, তার ঘনিষ্ঠ বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়।

উক্ত আবছার কিংবা মহানগরে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার বাহীনির মাধ্যমে বাদীর অপুরণীয় ক্ষতি করিবে মর্মে, রেহেনা ও ওসমান গং বিভিন্ন স্থানে প্রকাশ্যে হাকাবকা করিতেছে। বাদী জান মালের নিরাপত্তা হীনতায় ভূগিতেছে বিধায় রেহেনা ও ওসমান গংকে দ্রুত গ্রেফতার পূর্বক, রেহেনা গংসহ তাদের দলীয় সকল সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য, ডায়রীর বাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD