রাজধানীর লালবাগে রেড অক্সাইট নামে একটি কারখানায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় কারখানার মালিক বাপ্পারাজ ও তার ফুফাতো ভাই হিমেল আহম্মেদকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। এছাড়া সাড়ে তিন লাখ টাকা নগদ ও আড়াই লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায় হামলাকারীরা। পরে আশেপাশের লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গত ২৮ ফেব্রুয়ারি ঘটে যাওয়া এ ঘটনায় লালবাগ থানায় মামলা দায়ের করেছেন আহত হিমেলের বাবা মো: খলিল ছৈয়াল। তিনিও রেড অক্সাইট নামে ওই কারখানার মালিক।
মামলা আসামীরা হলেন, বাবু রাঢ়ী, রাসেল রাঢ়ী, মীর হোসেন রাঢ়ী,নাজির ছৈয়াল, জাহাঙ্গীর ছৈয়াল,মনির ছৈয়ালসহ অজ্ঞাতনামা ৭ জন।
ভুক্তভোগীরা জানায়, দেনা-পাওনা নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে আসামীরা লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় ঢুকে হামলা ও লুটপাট চালায়।
এসময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশৈনু বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন আহত হিমেলের বাবা মো: খলিল ছৈয়াল। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।