1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
চট্টগ্রামে বিএনপি নেতা লিয়াকতের বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধারের দাবি পুলিশের - Ctg News BD
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
ঘোষনা
সিএমপির বন্দর থানার ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানীর অভিযোগ কে এই লাভলী? তালাক কার্যকরের পরেও তালাকদাতার পিছু ছাড়ছেনা! ইকবালের খরিদা সম্পত্তিতে বাধা প্রদানকারী কে এই ইসমাইল! সিটিজি নিউজ সাইকেল হাউজ, খুলনা নামক পেইজের আড়ালে চলছে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের মহোৎসব চট্টগ্রামের লোহাগাড়ায় বিস্ফোরক মামলার আসামীকে নিয়ে সংবাদ সম্মেলন করায় চাঞ্চল্য সৃষ্টি দূর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সময়ের দাবী কে এই পুলিশ কর্মকর্তা মহররম আলী সাংবাদিকগন আসলেই কি অসহায়! মিথ্যা মামলা ও প্রাননাশের হুমকীতে অতিষ্ঠ শিকলবাহার আনোয়ার নাজিম উদ্দীনের ১৭ বৎসরের সাজা পরোয়ানা গায়েব! সচেতন মহলের উদ্বেগ।

চট্টগ্রামে বিএনপি নেতা লিয়াকতের বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধারের দাবি পুলিশের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬২৭ বার পঠিত

চট্টগ্রামের বাঁশখালীর বিএনপি নেতা ও গন্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীকে (৫৪) গ্রেফতারের পর তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ১০ টি অস্ত্রসহ ৭২ রাউন্ড গুলি উদ্ধারের দাবি করেছে পুলিশ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ এ তথ্য জানান। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে গন্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড খাস পাড়ায় লিয়াকত আলীর বাড়িতে পুলিশ অভিযান চালায়।

গত বুধবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টন এলাকার একটি আবাসিক হোটেল থেকে লিয়াকত আলীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ বলেন, বহিস্কৃত চেয়ারম্যান ও বিএনপি নেতা লিয়াকত আলীর বাড়িতে অভিযান চালিয়ে ১০টি অস্ত্রসহ ৭২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর মধ্যে ২টি বিদেশি পিস্তল, ৫টি দেশীয় তৈরি এলজি, ২টি কাটা একনলা বন্দুক,একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ৭২ রাউন্ড গুলি, ২৬টি কাতুর্জ, ৫টি চাইনিজ কুড়াল, ১টি কিরিচ, ৬টি কাঠের বাটযুক্ত ধারালো রাম দা এবং ৪০টি বিভিন্ন সাইজের লাঠি উদ্ধার করা হয়।

২০১৬ সালে বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্র বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন বাঁশখালীর বিএনপি নেতা লিয়াকত আলী। আন্দোলনকারী বসতভিটা রক্ষা কমিটির আহ্বায়ক ছিলেন তিনি। ওই বছরের ৪ এপ্রিল গন্ডামারা ইউনিয়নে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করে বসতভিটা রক্ষা কমিটির ব্যানারে আন্দোলনে পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে ৪জন নিহত হন।

ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় লিয়াকত চেয়ারম্যানের বিরুদ্ধে ৪টি মামলা হয়। সেসময় লিয়াকতের বাড়ি থেকে পুলিশ অস্ত্র উদ্ধারের কথা জানায়, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও হয়। পরে বিএনপি নেতা লিয়াকত আলী গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, লিয়াকত আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, চাঁদাবাজি, পুলিশকে আক্রমণ, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭২ সালের অনুচ্ছেদ- ৭৩(২খ) গণপ্রতিনিধিত্ব আদেশ ধারাসহ সর্বমোট ২১টি মামলা তদন্তাধীন ও বিচারাধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD