সিটিজি নিউজ ডেস্ক:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিস্ফোরক মামলার এজাহারভুক্ত পলাতক আসামী এস.এম চিশতিকে সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার নাসির উদ্দিন। সরকারি বেতনভুক্ত একজন দায়িত্বশীল শিক্ষকের এমন কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মামলার পটভূমি:
লোহাগাড়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলা নং- ০৩(১০)২৪ ‘জুলাই বিপ্লব’ সংক্রান্ত মামলা, যেখানে এস.এম চিশতী এজাহারভুক্ত আসামী। সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, উক্ত আসামী এখনও পলাতক। বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, চিসতি কোনো আদালত থেকে জামিন গ্রহণ না করে পলাতক আছেন।
পুলিশের খাতায় এই আসামী ‘পলাতক’ হিসেবে চিহ্নিত থাকলেও, তাকে নিয়ে এই ধরনের প্রকাশ্য সংবাদ সম্মেলন প্রশাসনিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রধান শিক্ষকের ভূমিকায় প্রশ্ন:
প্রধান শিক্ষক মাষ্টার নাসির উদ্দিন একজন সরকারি কর্মচারী হিসেবে চাকরির বিধিমালার আওতায় থাকলেও, একজন পলাতক আসামীকে ঘিরে সংবাদ সম্মেলন আয়োজন করায় তার নিরপেক্ষতা ও পেশাগত দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে তার মন্তব্য জানতে চাইলে, তিনি এটি বেআইনি কাজ নয় মর্মে জানান।
এলাকাবাসীর প্রতিক্রিয়া:
স্থানীয় সচেতন মহলের অনেকেই এই ঘটনায় প্রশাসনের কঠোর নজরদারির দাবি তুলেছেন। তাদের ভাষ্য, একজন শিক্ষক যদি একজন এজাহারভূক্ত আসামীকে সমাজে প্রকাশ্যে সমর্থন দেন, তাহলে শিক্ষার্থীদের মধ্যে কী বার্তা পৌঁছাবে?
আসামীর এলাকার একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন,
যিনি স্কুলের প্রধান, তিনিই যদি অপরাধীকে নিয়ে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করেন, তাহলে তিনি সন্তানদের কী শিক্ষা দেবেন?”
প্রশাসনের নীরবতা:
এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনায় কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে উচ্চ মহলে আলোচনা চলছে বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে। স্থানীয়রা দ্রুত এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তসহ এজাহারনামীয় আসামী এস এম চিশতিকে গ্রেপ্তার করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন।
উল্লেখযোগ্য বিষয়:
এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এস.এম চিশতী কোনো আদালত থেকে জামিন পাননি মর্মে স্পষ্ট তথ্য পাওয়া যায়।