1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
কে এই লাভলী? তালাক কার্যকরের পরেও তালাকদাতার পিছু ছাড়ছেনা! - Ctg News BD
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
ঘোষনা
সিএমপির বন্দর থানার ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানীর অভিযোগ কে এই লাভলী? তালাক কার্যকরের পরেও তালাকদাতার পিছু ছাড়ছেনা! ইকবালের খরিদা সম্পত্তিতে বাধা প্রদানকারী কে এই ইসমাইল! সিটিজি নিউজ সাইকেল হাউজ, খুলনা নামক পেইজের আড়ালে চলছে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের মহোৎসব চট্টগ্রামের লোহাগাড়ায় বিস্ফোরক মামলার আসামীকে নিয়ে সংবাদ সম্মেলন করায় চাঞ্চল্য সৃষ্টি দূর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সময়ের দাবী কে এই পুলিশ কর্মকর্তা মহররম আলী সাংবাদিকগন আসলেই কি অসহায়! মিথ্যা মামলা ও প্রাননাশের হুমকীতে অতিষ্ঠ শিকলবাহার আনোয়ার নাজিম উদ্দীনের ১৭ বৎসরের সাজা পরোয়ানা গায়েব! সচেতন মহলের উদ্বেগ।

কে এই লাভলী? তালাক কার্যকরের পরেও তালাকদাতার পিছু ছাড়ছেনা!

বেবী চক্রবর্ত্তী,
  • আপডেট টাইম : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩১ বার পঠিত

  1. চট্টগ্রামের বাঁশখালী থানাধীন বাঘমারা গ্রামের বাসিন্দা মাহমুদুল হক চৌধুরী বিগত ১২ মার্চ ২০০৯ খ্রীঃ কাউছার আক্তার লাভলী (৩৫), পিতা- মরহুম আবদুল মোতালেব, মাতা- জয়নাব বেগম, সাং- গড়া হাজীর বাড়ী, খুপিয়া ডোংরা, ৬নং ওয়ার্ড, ৩নং খানখানাবাদ ইউনিয়ন, ডাকঘর- রায়ছটা, থানা- বাঁশখালী, চট্টগ্রামকে ইসলামী শরীয়ত ও আইনের বিধানানুযায়ী ২,৫০,০০০/- টাকা মোহরানা ধার্যে বিবাহ করেন। ধার্যকৃত মোহরানার মধ্যে স্বর্ণালংকার বাবদ ১,০০,০০০/- টাকা উসুল মর্মে জানান।

    বিবাহের কয়েক বৎসর পর হতে পক্ষদ্বয়ের মধ্যে বিভিন্ন বিষয়ে বনিবনা না হওয়াসহ মাহমুদুল হক চৌধুরীর স্ত্রী বেশ কয়েকজন অসৎ ব্যক্তির সঙ্গে পরকীয়া প্রেমে জড়িত হওয়ায়, বিষয়টি সুরাহার জন্য লাভলীর আত্নীয় স্বজনকে বার বার অবহিত করার পরেও, কোন ধরনের সুরাহা না হওয়ায় মাহমুদুল হক চৌধুরীর জীবন অতিষ্ঠ হয়ে উঠে।

  2. তৎকারণে মাহমুদুল হক বাধ্য হইয়া লাভলীকে তালাক প্রদানের সিদ্ধান্ত জানালে, লাভলী ক্ষুব্ধ হইয়া মাহমুদুল হক চৌধুরীর ঘরে রক্ষিত তার মালিকানাধীন বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ জিনিসপত্রসহ জায়গা সম্পত্তির দলিলপত্র ও নগদ টাকা পয়সা হাতিয়ে নিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়। পরবর্তীতে মাহমুদুল হক চৌধুরী বাধ্য হইয়া লাভলীর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও বেআইনি কর্মকান্ডের বিষয়ে নোটারী পাবলিকের কার্যালয়, চট্টগ্রামে একখানা হলফনামা সম্পাদন করতঃ লাভলীকে তালাকের নোটিশ প্রদান করে, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করেন।
  3. তৎপরবর্তীকালে গত মাসের শেষ দশকে তালাক কার্যকর হলে, লাভলীসহ তার আত্মীয় স্বজনরা একেক সময় একেক ধরনের ষড়যন্ত্র ও ভয়ভীতি দেখাইয়া আসিতে থাকায়, মাহমুদুল হক চৌধুরী বাধ্য হইয়া ভবিষ্যতে সূত্র হিসেবে ব্যবহারের নিমিত্তে একখানা ডায়রী করেন।
  4. উক্ত ডায়রী সূত্রে জানা যায় যে, প্রতিপক্ষ লাভলীর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও বেআইনি কর্মকান্ডের বিষয়ে গত ১৮ মে ২০২৫ ইং তারিখে তালাকদাতা মাহমুদুল হক চৌধুরী চট্টগ্রামের নোটারী পাবলিকের কার্যালয়ে তালাকের হলফনামা সম্পাদন করিয়া, উক্ত তারিখে বিবাদীর নিকট তালাকের নোটিশ প্রেরণ করার পর,
  5. আইনের বিধান মতে উক্ত নোটিশের কপি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করিলে, “মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ এর ৭(৪) ধারা মোতাবেক পক্ষগনের মধ্যে পুন: মিলন ঘটানোর জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হলেও তা ব্যর্থ হয়” উল্লেখে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ৯০ তিন অতিক্রান্তে তালাক কার্যকর করেন।
  6. তালাক কার্যকরের পর হইতে তালাক গ্রহীতা লাভলীসহ তার আত্নীয় স্বজন যেকোন সময় যেকোন উপায়ে তালাকদাতা মাহমুদুল হক চৌধুরীর অপূরণীয় ক্ষতি করার উপর্যুপরি হুমকী প্রদান করিয়া আসিতে থাকায় তিনি নীজ থানা এলাকা ছেড়ে অন্য থানা এলাকায় অবস্থান করার পরেও, লাভলীসহ তার আত্মীয় স্বজনরা মাহমুদুল হক চৌধুরীকে এই মর্মে হুমকি ধামকী প্রদান করেন যে, ভবিষ্যতে উক্ত বেআইনী কর্মকান্ডের বিরুদ্ধে তালাকদাতা কোন ধরনের আইনগত ব্যবস্থা গ্রহন করিলে, লাভলী কিংবা তার আত্নীয় স্বজন, তালাকদাতা কিংবা তার ভাইবোনকে সুযোগ পাইলে যেকোন উপায়ে যেকোন সময় শারীরিক- মানসিক নির্যাতনের মাধ্যমে হত্যা করিয়া লাশ গুম কিংবা লাভলী নীজে কিংবা তার আত্মীয় স্বজন কিংবা তাদের দলীয় অপরাপর অজ্ঞাতনামা লোকজনের মাধ্যমে বিভিন্ন স্থানে জামিন অযোগ্য ধারায় মিথ্যা মামলা বিশেষ করে পারিবারিক আদালতে অসত্য তথ্যের মাধ্যমে মিথ্যা মামলায় জড়িত করিয়া, জান-মালের ব্যাপক ক্ষতি সাধন করিবে।
  7. তৎকারণে মাহমুদুল হক বাধ্য হইয়া নীজ ও তার পরিবার পরিজনের জান ও মালের নিরাপত্তা, শারীরিক-মানসিকভাবে নির্যাতনসহ মিথ্যা মামলায় জড়িত করিয়া হয়রানী করার হুমকী-ধামকী এবং ভবিষ্যতে দন্ডবিধির ৩০২/৪৩৫/৪৩৬ ধারার অপরাধ সংঘটনের আশংকাসহ যেকোন অনাকাঙ্কিত ঘটনার বিরুদ্ধে, ভবিষ্যত রেকর্ড হিসাবে ব্যবহারের উদ্দেশ্যে গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রীঃ একখানা ডায়রী করিতে বাধ্য হন।
  8. মাহমুদুল হক চৌধুরী জানান যে, ডায়রীতে বর্ণিত বিবাদীগন তাদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও বেআইনী কর্মকান্ড বন্ধ না করলে, তিনি তাদের বিরুদ্ধে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। অপরপক্ষে উপরোক্ত বিষয়ে ডায়রীতে বর্ণিত বিবাদীসহ তার আত্মীয় স্বজনের বক্তব্য জানিতে চাইলে, তারা সমস্ত বিষয়াদি অস্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD