চট্টগ্রামের বাঁশখালী থানাধীন বাঘমারা গ্রামের বাসিন্দা মাহমুদুল হক চৌধুরী বিগত ১২ মার্চ ২০০৯ খ্রীঃ কাউছার আক্তার লাভলী (৩৫), পিতা- মরহুম আবদুল মোতালেব, মাতা- জয়নাব বেগম, সাং- গড়া হাজীর বাড়ী, খুপিয়া ডোংরা, ৬নং ওয়ার্ড, ৩নং খানখানাবাদ ইউনিয়ন, ডাকঘর- রায়ছটা, থানা- বাঁশখালী, চট্টগ্রামকে ইসলামী শরীয়ত ও আইনের বিধানানুযায়ী ২,৫০,০০০/- টাকা মোহরানা ধার্যে বিবাহ করেন। ধার্যকৃত মোহরানার মধ্যে স্বর্ণালংকার বাবদ ১,০০,০০০/- টাকা উসুল মর্মে জানান।
বিবাহের কয়েক বৎসর পর হতে পক্ষদ্বয়ের মধ্যে বিভিন্ন বিষয়ে বনিবনা না হওয়াসহ মাহমুদুল হক চৌধুরীর স্ত্রী বেশ কয়েকজন অসৎ ব্যক্তির সঙ্গে পরকীয়া প্রেমে জড়িত হওয়ায়, বিষয়টি সুরাহার জন্য লাভলীর আত্নীয় স্বজনকে বার বার অবহিত করার পরেও, কোন ধরনের সুরাহা না হওয়ায় মাহমুদুল হক চৌধুরীর জীবন অতিষ্ঠ হয়ে উঠে।