বেবি চক্রবর্ত্তী:বীরভূম:- জামিন পেলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। ইডির মামলায় জামিন পেলেন তিনি। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট তাঁকে জামিন দিয়েছে।এর আগে সুপ্রিম কোর্টে সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছিলেন তিনি। এবার ইডির মামলায় জামিন পেয়েছেন তিনি।সিবিআইয়ের মামলায় জামিন পেলেও ইডির মামলায় জামিন পাননি বলে জেল বন্দি থাকতে হয়েছে অনুব্রত মণ্ডলকে অনেকদিন। কিন্তু এবার ইডির মামলাতেও জামিন মেলায় জেল মুক্তি হচ্ছে অনুব্রত মণ্ডলের। ২০২২ সালে ১১ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করেছিল ইডি। তারপরে গ্রেফতার করে সিবিআই। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করে তিহার জেলে রাখা হয়েছিল।কয়েকদিন আগে সুকন্যা মণ্ডলও জামিন পেয়ে তিহার জেল থেকে বেরিয়ে এসেছেন। এবার অনুব্রত মণ্ডলও জামিন পেলেন। বেশ কয়েকটি শর্তে তাঁকে জামিন দেওয়া হয়েছে। তাতে কেষ্ট বীরভূমে ফিরতে হলেও আগে থেকে আদালতকে জানিয়ে দিতে হবে। অর্থাৎ রাজ্যে ফিরে কোন ঠিকানায় অনুব্রত মণ্ডল থাকবেন তা আগে থেকে জানিয়ে দিতে হবে তদন্তকারীদের। মোবাইল নম্বর আগে থেকে জানাতে হবে আদালতে।