সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
নতুনব্রীজ এলাকাসহ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে চিহ্নিত চাঁদাবাজ কর্তৃক, চাঁদাবাজি বন্ধের দাবিতে চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে মাহিন্দ্রা গাড়ির চালক ও শ্রমিকরা। সোমবার দুপুরে মাহিন্দ্রা গাড়ীর চালক-শ্রমিকগণ এক্সেস রোড মোড়ে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
চালকদের অভিযোগ,সরকার পতনের আগে এমনকি বর্তমানেও বাকলিয়ার নতুন ব্রীজ এলাকায় দৈনিক দুইশো টাকা করে চাঁদা দিতে হচ্ছে। শুধু তাই নয় মাসিক ভিত্তিতেও গাড়ী প্রতি ১০০০-১৫০০ টাকা করে চাঁদা দিতে হয়। প্রত্যক্ষদর্শীর মতে, এই রোডে বৈধ-অবৈধ মিলে প্রায় ২৫০-৩০০ মত মাহিন্দা গাড়ী চলাচল করে। এখন চালকরা চাঁদা দেয়া বন্ধ করে দেয়ায় হোসেন প্রকাশ বুড়া হোসেন, হারুন প্রঃ মদদী হারুন, বকুল প্রঃ বকুলী, সাদ্দাম, মকবুল হোসেন রাজু প্রঃ বুইশ্যাসহ তাদের দলীয় ২০-৩০ জন চাঁদাবাজ সংঘবদ্ধ ভাবে প্রতিনিয়ত চালকদের কাছে চাঁদা দাবি করছে। তাদের কথায় রাজি না হওয়ায়, কয়েকজন চাঁদাবাজ নিরীহ চালককে মারধর করতঃ প্রয়োজনে গুম পূর্বক খুন করারও হুমকী প্রদান করে।
সচেতন মহলের মতে, প্রশাসনের কয়েকজন দূর্নীতিবাজ কর্মকর্তাদের সাথে চাঁদাবাজদের সুসম্পর্ক থাকায়, তারা এত বেপরোয়া।
দ্রুত সময়ের মধ্যে এ ধরণের চাঁদাবাজি বন্ধ করে, চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। অন্যথায় নতুন ব্রীজ এলাকায় মানববন্ধনসহ বিক্ষোভ মিছিলের মাধ্যমে চাঁদাবাজদের প্রতিহত করার ঘোষণা দেয় ভুক্তভোগী চালক ও হেলপারগন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে যে, অতিসত্বর চাঁদাবাজদের গ্রেপ্তার করা না হলে যেকোনো পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট প্রশাসন দায়ী থাকিবে।