1. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  2. banglahost.net@gmail.com : rahad :
লোহাগাড়ায় ১৬ বছর যাবৎ প্রবাসী পরিবারের উপর আওয়ামী দস্যু বেলালের নির্মম অত্যাচার"* - Ctg News BD
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
ঘোষনা
মাহবুব-ইসমাইলের মাদক ও নারীর ভয়ানক সিন্ডিকেট বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে “লোহাগাড়ায় উপজেলা প্রশাসনে এখনো বহাল তবিয়তে আওয়ামী আশীর্বাদপুষ্ট ইউএনও” কনেস্টবল মশিউরের বিরুদ্ধে ভূমিদখল ও প্রতারণার অভিযোগ লোহাগাড়ায় ১৬ বছর যাবৎ প্রবাসী পরিবারের উপর আওয়ামী দস্যু বেলালের নির্মম অত্যাচার”* কৃষক থেকে কোটিপতি: এস আলমের সহযোগী চিনি মোসলেম কর্ণফুলীর বাসিন্দা আনোয়ারের বসতঘরের পাকা দেওয়ালে আস্তর দিতে বাধাদানসহ চলাচলের রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ সম্পাদক-সাংবাদিক-মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকতের সংক্ষিপ্ত জীবনী অন্ধদের ঘাড়ে চেপে প্রকাশ্যে আসছে হাসিনার দোসররা গাড়ী ছিনতাইয়ের অভিযোগে রুবেল- মিজান- রিপনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় অভিযোগ

লোহাগাড়ায় ১৬ বছর যাবৎ প্রবাসী পরিবারের উপর আওয়ামী দস্যু বেলালের নির্মম অত্যাচার”*

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৪০২ বার পঠিত
  • “১৬ বছর যাবৎ আওয়ামী ভূমিদস্যুর কবলে অসহায় প্রবাসী পরিবার, ৫ আগস্টের পর আওয়ামী লীগের পরিবর্তে মহিলা লীগের তান্ডব “লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে মহিলা লীগের হামলা, ভাঙ্গচুর এবং আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষতিসাধন। ১৬ বছরে আওয়ামী লীগের প্রভাব কাটিয়ে এক প্রবাসী পরিবারের ক্ষতি করেছে দুই কোটি টাকারও বেশি।চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার লোহাগাড়া ইউনিয়নের দরবেশ হাট রোড়স্থ জব্বার আলি সওদাগর বাড়ির আলি মিয়ার পুত্র প্রবাসী তিন সহোদর ভাই জাকারিয়া সওদাগর, নুরুল হক ও আনোয়ার হোসেন। ওরা তিন সহোদর প্রত্যেকে রেমিট্যান্স যুদ্ধা। প্রায় ৩৫/৪০ বছর যাবৎ আছেন সৌদি আরবে। সম্প্রতি জকরিয়া সওদাগর ও নুরুল হক বয়স্ক এবং অসুস্থ হওয়ায় দেশে ফিরেছেন। আনোয়ার হোসেন এখনো প্রবাসে দিন কাটাচ্ছেন। দীর্ঘ দিন প্রবাসে হাড়ভাঙা খাটুনি করে সম্বল বলতে তাদের একখন্ড জমি মাত্র। উক্ত জমি ক্রয় মূলে তাদের নামে রয়েছে সর্বশেষ বি. এস. নামজারী খতিয়ান। দীর্ঘ কয়েক বছর যাবৎ সরকারি খাজনা আদায় করে আসছেন। ৮০ বছরের বেশি সময় ধরে আছেন দখলে। স্বাধীনতার পর হতে দালিলিক ধারাবাহিকতায় ২০০৮ সাল পর্যন্ত উক্ত জমিতে ধান চাষ ও মৌসুমি ফলফলাদি চাষাবাদ করে আসছিলেন। তিন সহোদর প্রবাসীর জমি রাস্তার কিনারায় হওয়ায় এবং মুল্য বৃদ্ধি পাওয়ায় কুদৃষ্টি পড়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা বেলালের। উক্ত বেলাল, লোহাগাড়া ইউনিয়নের যুব লীগের যুগ্ম আহবায়ক। স্থানীয় আওয়ামী লীগের উপজেলা দপ্তর সম্পাদক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মামুনের মামা শ্বশুর হয়।২০০৮ সালে স্থানীয় কিছু ভূমি দস্যুসহ বেলাল উক্ত জমি অবৈধভাবে দখলের চেষ্টা করে। তৎপ্রেক্ষিতে তৎকালীন লোহাগাড়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরীর দারস্থ হয় এ অসহায় পরিবার। জমির ধারাবাহিক দলিলাদি ও খতিয়ান প্রবাসী তিন সহোদরের নামে শুদ্ধভাবে রেকর্ড হওয়ায়, ভূমিদস্যু বেলালের মাঝখানে প্রতিবন্ধক হয়ে এই প্রবাসী পরিবারের পাশে দাঁড়ায় তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রয়াত জিয়াউল হক চৌধুরী বাবুল। জিয়াউল হক চৌধুরী বাবুলের প্রতিবন্ধকতায় জমি দখল করতে না পেরে ভূমিদস্যু বেলাল তার মাকে দিয়ে ২০০৮ সালে দেওয়ানী আদালতে একটি মামলা টুকে দেন। তখন প্রবাসী সহোদর তিন ভাইয়ের পরিবারের একমাত্র পুরুষ সদস্য ছিলো ২০০৮ সালে কলেজ পড়ুয়া মোঃ নওশাদ আলী। আওয়ামী লীগের প্রভাব কাটিয়ে মামলার ভয় দেখিয়ে তাকে করা হয় ঘর ছাড়া। অসহায় এ পরিবারের মহিলারা বহু কষ্টে ১৬ বছর নিয়মিত হুমকি-ধমকি ও বেলাল গংয়ের অত্যাচারে দিনাতিপাত করছিলেন। ভূমিদস্যু বেলালের মা ছকুমতাজের বাদী হয়ে করা মামলায় স্বত্ব ও দখল প্রমাণ করতে নাপারা ২০১৭ সালে লোহাগাড়া সহকারী জজ আদালত উক্ত মামলা দু’তরফা সূত্রে খারিজ করে দেন।তারপর আপীল করেন আওয়ামী নেতা ভূমি দস্যূ বেলাল। আপীলেও সুবিধা করতে না পারায় নিম্ন আদালতে দেওয়া জবানবন্দি ও আর্জি পাল্টিয়ে নতুন করে সংশোধনী করা শুরু কর । এভাবে ৮/১০ বার সংশোধন করে মামলায় নিম্ন আদালতে দেওয়া বক্তব্য ও ডকুমেন্টস এক্কেবারে পাল্টে পেলে। মামলার বিচার্য বিষয় ও মুল বক্তব্য এবং ডকুমেন্টস পরস্পর সাংঘর্ষিক হওয়ায় তাদের আপীলটি মাহামন্য হাইকোর্ট স্থায়ীভাবে স্টে (স্থগিত) করে দেন।উক্ত আওয়ামী নেতা বেলাল বারবার অসহায় প্রবাসীর জমি দখল বা বিক্রির চেষ্টা করেও, কোন ডকুমেন্টস না থাকায় বারবার ব্যর্থ হয়। ভুক্তভোগী পরিবারের সদস্য জমির মালিক বিদেশ ফেরত মোঃ জকরিয়া সওদাগর বলেন, উক্ত জমি আমাদের ৮০ বছরের অধিক সময়ে হতে দখলীয় অবস্থায় রয়েছে। এ জমি আমাদের পূর্বপুরুষগণ ১৯৭৬ সালে ৪০০৮ নং রেজিস্ট্রার অংশনামা মূলে আমার বাবার অংশে দেন। এরপর এ জমি আমার বাবা মরহুম আলী সওদাগর, আশরাফ আলী এবং সালেকা বেগমের নিকট বিক্রি করেন। পরবর্তীতে তাদের নিকট হতে আমরা ০৩ ভাই পূনরায় এ জমি খরিদ করি।২০০৮ সাল পর্যন্ত আমরা এখানে চাষাবাদ করেছি। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ জমিতে চাষ করতে আমাদের বাধা দেন আওয়ামী লীগ নেতা বেলাল ও তার সহযোগীরা। কিন্তু তাদের কাছে কোন ডকুমেন্টস না থাকায় তারা নিজ নামে কোন ডকুমেন্টস তৈরী করতে পারেনি। ১৬ বছর পর্যন্ত আমার এ ১৬ গন্ডা জমিতে ভাড়া দিলে প্রায় ২-৩ কোটি টাকা ভাড়া পেতাম। তারা আমাদের মালিকানধীন রেকর্ডীয় জায়গায় কাজ করতে বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে আসছিলো।০৫ আগস্ট ২৪ এ পতিত শেখ হাসিনা পলায়ন করলে এলাকা ছাড়া হয় আওয়ামী লীগ নেতা বেলাল। দীর্ঘ দিন সে পালাতক আছে। গত ২১ এপ্রিল ২৫ খ্রীঃ দুইজন কাজের লোক নিয়ে উক্ত জমিতে কাজ করতে গেলে বেলালের ভাগিনা ও আওয়ামী লীগ নেতা ভাই চেয়ারম্যান মামুনের শালা চিশতী, স্থানীয় থানা হতে পুলিশ নিয়ে আসে। উক্ত চিশতী জুলাই বিপ্লবের মামলায় এজাহার ভূক্ত আসামি। সে লোহাগাড়া থানার মামলা নং- ০৩(১০)২৪ এর ৭৪ নং এজাহারভূক্ত আসামি হয়। পুলিশের এস.আই গোবিন্দ সঙ্গীয় ফোর্স নিয়ে এজাহার নামীয় আসামী চিশতীসহ জমির কাজে বাধাঁ দিতে আসলে এলাকার সাধারণ জনগণ বিস্ময় প্রকাশ করেন। তাদের জিজ্ঞাসা, এজাহার নামীয় আসামি নিয়ে পুলিশ কিভাবে ঘুরে? উক্ত বেলালের পক্ষে কোন ডকুমেন্টস বা আদালতের আদেশ আছে কিনা জানতে চাইলে পুলিশের নিকট কাগজপত্র বা আদালতের আদেশ দেখাতে ব্যর্থ হলে বিব্রত হয়ে এস.আই গোবিন্দ কোন বাঁধা প্রদান না করে ঘটনাস্থল হতে চলে যায়।

    চিশতিকে ডেভিল বলে সাধারণ জনতা সম্ভোধন করলে সেও পুলিশের সাথে ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ দিয়ে কোন বাঁধা প্রদান করতে না পারায় পরবর্তীতে আওয়ামী নেতা ভূমিদস্যু বেলাল গাড়ি নিয়ে মহিলা লীগের কিছু সদস্য এবং তাদের পরিবারের মহিলা লীগের নেত্রীদের নিয়ে জমিতে আসেন। বেলাল কালো গ্লাসের গাড়ি হতে মহিলা লীগের সন্ত্রাসীদের নামিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। মহিলা লীগের সন্ত্রাসীরা লাটিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ও কাজের লোকদের উপর অতর্কিত হামলা ব্যাপক ভাংচুর শুরু করে। একসময় এলাকার সাধারণ জনতা মহিলা লীগের সন্ত্রাসীদের প্রতিরোধ করলে এরা অসহায় সেজে সেনাবাহিনীর কাছে মিথ্যা অভিযোগ প্রদান করেন। সেনাবাহিনী উভয়ের কাগজপত্র দেখতে চাইলে বেলাল গংয়ের পক্ষে কোন ডকুমেন্টস উত্থাপন করতে না পারায় মহিলা লীগের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণের জন্য সময় চান। দলিলাদী এবং আইনগত বিষয় হওয়ায় সেনাবাহিনী এ বিষয়টি উপজেলা ভূমি কর্মকর্তাকে দেখে সমাধান করার অনুরোধ করেন। আগামী সোমবার ২৮/০৪/২৫ ইং তারিখ উপজেলা ভূমি কর্মকর্তার অফিসে সমধার জন্য দিন ধার্য্য করা হয়েছে।

    ভুক্তভোগী পরিবারের ভাগিনা মোঃ এমরান বলেন- তার নানার বাড়ির জমি এটি। দীর্ঘ ষোল বছর ধরে এরা নির্যাতিত। এখন এ ডেভিলগুলো সামনে আসতে না পেরে মহিলা লীগের সন্ত্রাসীদের দিয়ে হামলা-মামলা করছে। পুলিশ প্রশাসন কিভাবে এদের আশ্রয় প্রশ্রয় দেয় সেটি দেখার বিষয়! আমরা এর বিচার চাই।
    ভুক্তভোগী পরিবারের সদস্য এডভোকেট নওশাদ বলেন  বেলাল গং আমার বাবাদের অমানুষিক কষ্ট দিয়েছে। দীর্ঘ ১৫ বছর যাবৎ আমাদের বাড়ি ঘরে থাকতে দেয়নি। তাদের পক্ষে আদালতের কোন আদেশ নেই, তারা কোন আদেশ দেখাতেও পারেনি। তাদের নামে কোন খতিয়ান বা খাজনা নেই। অথচ আমাদের নামে সব ডকুমেন্টস আপডেট রয়েছে। আদালতের রায়-ডিক্রিও আছে। তারা শুধু গায়ের জোরে হুমকি-ধমকি দিয়ে বিভিন্নভাবে আমাদের জমি দখল করতে চায়।প্রকৃত পক্ষে এরা ভূমি দস্যু। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এরা নিজেরা সামনে আসতে না পেরে বেহায়া কিছু মহিলাকে সামনে দিয়ে কাপুরুষের মতো কাজ করছে। এ মহিলার মধ্যে আছে, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান – মামুনের শাশুরী মমসাদ, বেলালের বৌ, বোন, মহিলা লীগের নেত্রী – লিপি, নার্গিস,রাফিজা, আওয়ামী লীগের সাবেক মেম্বার ইলিয়াসের স্ত্রীসহ মহিলা লীগের সন্ত্রাসীরা। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, এ জমিতে অসহায় প্রবাসী জকরিয়ার পরিবার দীর্ঘ ৫০ বছরের অধিক সময় ধরে দখলে আছে। আমরা জানি, এটা জকরিয়াদের স্বত্ব। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে গায়ের জোরে এ জমিতে কোন কাজ করতে দেয়নি বেলাল গংরা। এখন জুলাই বিপ্লবে দেশ স্বাধীন হওয়ায় জকরিয়া সওদাগর ও তার ভাই নুরুল হক সম্প্রতি বিদেশ হতে এসে কাজ করতে গেলে, কোন পুরুষের পরিবর্তে মহিলারা ভাংচুর ও মারধর করছে। এরা সবাই পালাতক আওয়ামী লীগের বৌ, বোন ও আওয়ামী লীগের নেত্রী। এদের দৃষ্টান্ত শাস্তি হওয়া উচিত। অপরদিকে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয় মর্মে জানান।

     

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD