আলমগীর হোসেন। বাবা আবুল কালাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। বাবার আদর্শে উজ্জিবীত আলমগীরও এলাকার যুবকদের সঙ্গে নিয়ে বিএনপির সমর্থক হিসেবে ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যন্ত ছুটে যেতেন সভা সমাবেশে। নিজের পরিবার-পরিজন যেন বিএনপির প্রতিটি কর্মী এমন বাস্তবতাই খুজতো আলমগীর। দলের দু:সময়ে রাজনৈতিক প্রতিহিংসায় বিভিন্ন মামলায় জড়িয়ে যান আলমগীর আর এখন স্থানীয় ষড়যন্ত্রের শিকারও তিনি। এমনটিই বলছেন লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের উত্তর মাগুরি এলাকার স্থানীয় বাসিন্দারা।
বয়সের ভারে নুয়ে পড়লেও আলমগীরের দাদী এখনো বিএনপি সরকার গঠনের স্বপ্ন দেখেন। তার নাতি আলমগীর আবারো এলাকায় ফিরবে বিএনপি তার নাতিকে বরণ করবে এমন স্বপ্ন দেখছেন তিনি।
স্থানীয়রা জানালেন, শুধু আলমগীর নয় তার পুরো পরিবার বিএনপি রাজনীতির সাথে জড়িত। ষড়যন্ত্র করে এলাকায় সালিশ বাণিজ্য ও চুরি-ডাকাতি করতে এক শ্রেণির স্বার্থান্বেষী মহল বিএনপি নেতাকর্মীদের কাছে তার বিরুদ্ধে বিষোধাগার করেছে।
আলমগীর জানান, বিএনপি রাজনীতি করতে গিয়ে একাধিক নাশকতার মামলাসহ নানাভাবে ষড়যন্ত্র করে অস্ত্র, হত্যাসহ একাধিক মামলা দিয়ে তাকে এলাকা ছাড়া করেছে। এখন স্থানীয়রা বিএনপি রাজনীতি থেকে তাকে দূরে সরিয়ে দিতে ষড়যন্ত্র করছে। তিনি বিএনপির দায়িত্বশীলদের কাছে এর বিচার চান।
তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের বেশকয়েকজন নেতাকর্মী আলমগীরের বাবা বিএনপি সমর্থক স্বীকার করলেও বিগত সময়ে আলমগীরের চলাফেরায় তারা বিব্রত বলে দাবি করেন। আলমগীরের ব্যাপারে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তের কথাও জানান তারা।
এদিকে তৃণমূলের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকমীসহ স্থানীয়রা চান দ্রুতই আলমগীরকে ষড়যন্ত্রমূলক মামলা থেকে অব্যাহতি দিয়ে এলাকায় বিএনপির রাজনীতিতে ফিরিয়ে আনা হোক।