বেবি চক্রবর্ত্তী: কলকাতা:- টানটান উত্তেজনা আরজি কর-এ। রবিবার ফের সিবিআই-এর আধিকারিকরা এলেন হাসপাতালে। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় এবার নতুন কি মোড় সামনে আসছে?
সূত্রের খবর, রবিবার দিল্লি থেকে ৩ জন সিবিআই আধিকারিকের একটি দল আরজি করের ‘প্ল্যাটিনাম যুবিলি’ বিল্ডিং-এ আসেন।অন্যদিকে, আরজি কর হাসপাতালের ২ জন ফরেন্সিক মেডিসিনের কর্মীকে তলব করা হয়েছিল। রবিবার তাঁরা পৌঁছান সিবিআই দফতরে। রবিবার ফের চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে তলব করে সিবিআই। তাঁকে সিবিআই-এর সিজিও কমপ্লেক্স-এ ডাকা হয়। আরজি কর কাণ্ডে নির্যাতিতার যে ৩ জন ময়না তদন্তকারী চিকিৎসক ছিলেন, তার মধ্যে একজন অপূর্ব বিশ্বাস। রবিবার ফের তলব করে সিবিআই। তিনি আজ, দুপুরবেলায় হাজির হন সিবিআই দফতরে। তাঁর বয়ান রেকর্ড করছেন তদন্তকারীরা ।আজ সিবিআইয়ের ডাকে সিজিও কমপ্লেক্সে আসেন টালা থানার পুলিশকর্মী চিন্ময় বিশ্বাস! আগেই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এবার কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে টালা থানার সাব ইন্সপেক্টর চিন্ময় বিশ্বাস। ঘটনার পরদিন, অর্থাৎ ৯ অগাস্ট সকালে টালা থানা খবর পাওয়ার পর থানার আইও (তদন্তকারী অফিসার)-এর সঙ্গে এই চিন্ময় বিশ্বাস ঘটনাস্থলে যান।একই সঙ্গে তলব করা হল তিন চিকিৎসককে। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে ও সৌরভ পালকে আজ ফের ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে। এই ৩ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ প্রমান লোপাটে হাত ছিল বলে প্রথম থেকেই অভিযোগ।