বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কনভোকীদের জন্য ২য় কনভোকেশন হেল্প ডেস্ক উদ্বোধন করলেন ‘ব্লা’
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কনভোকীদের রেজিষ্ট্রেশন সুবিধার জন্য হেল্প ডেস্ক উদ্বোধন করলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ‘ল’ অ্যালমনাই এসোসিয়েশন (ব্লা)। আগামী ৯ সেপ্টেম্বর’২৩ ইং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, চট্টগ্রাম এর ২য় কনভোকেশন, চন্দনাইশস্থ বিজিসি বিদ্যানগর, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ‘বঙ্গবন্ধু ফ্রিডম স্কোয়ার’ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত কনভোকেশনে আইন বিভাগের কনভোকীদের অংশ গ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এবং রেজিষ্ট্রেশন সংক্রান্ত সার্বিক সহায়তার জন্য চট্টগ্রামস্থ কোর্ট হিল, আইনজীবী ভবন-০১, ৬৩৯ নং চেম্বারে একটি হেল্প ডেস্ক উদ্বোধন করা হয়েছে।
সংগঠনের সভাপতি এড. রিগ্যান আচার্য্যের সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মোঃ নাওশাদ আলীর সঞ্চালনায় হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এড. শাহেদ উল আলম সাইমন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি এড. মহিউদ্দিন আলমগীর। ব্লা’র কার্যনির্বাহী কমিটির পক্ষে কনভোকেশন হেল্প ডেস্ক উদ্বোধন করেন সংগঠনের সভাপতি এড. রিগ্যান আচার্য্য।
হেল্প ডেস্ক উদ্বোধন কালে কনভোকী হিসেবে সেবা গ্রহণ করেন এড. মোঃ জমির উদ্দিন, এড. হাবিবুর রহমান আজাদ, রেশমী, রাশেদ সহ অনেকে। এসময় উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ‘ল’ অ্যালমনাই এসোসিয়েশন (ব্লা)’র নব নির্বাচিত কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক এড. মিজানুর রহমান, অর্থ সম্পাদক এড. জাহাঙ্গীর দৌল্লা রানা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আজিজুল হক চৌধুরী রিকন, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এড. শাহিনুল ইসলাম আরফাত, মহিলা বিষয়ক- সম্পাদক- এড. পারভিন আক্তার, কার্যনির্বাহী সদস্য – এড. হাবিবুর রহমান আজাদ, সবুজ বড়ুয়া, এড. অনিক দেব নাথ, এড. মিশু গুপ্ত ও সিফাত উল্লাহ সিফাত সহ প্রমূখ।