বিচারকের আদেশ জালিয়াতির অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের এক বেঞ্চ সহকারীকে (পেশকার) আটক করা হয়েছে।
বুধবার বিকাল ৪টার দিকে এজলাস চলাকালীন খন্দকার মোজাম্মেল হক জনি নামের ওই সহকারীকে আটকের নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী।
কোতয়ালি থানার ওসি মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক আমাকে ফোন দিয়েছিলেন। একজনকে নথি জালিয়াতির ঘটনায় আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”