দেশের বাজারে হারবালিকা নামে নতুন একটি সেনেটারি প্যাড এসেছে। গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে গার্লকো লিমিটেডের নতুন এই পণ্যটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হারবালিকা গার্লকো লিমিটেডের ওমেন হাইজিন ক্যাটাগরির সেনেটারি প্যাডের নিজস্ব ব্র্যান্ড। এর সব পণ্য সম্পূর্ণ হাইজেন মেইনটেইন করে এবং অর্গাণিক পণ্য দিয়ে তৈরি। অনুষ্ঠানের মাধ্যমে হারবালিকা স্লে দ্য ডে, ব্লিস নাইট, সুইট টিন এবং প্যান্টি লাইনারস ক্যাটাগরিতে পণ্য বাজারজাতকরণ শুরু করলো।
ওই অনুষ্ঠানে গার্লকো লিমিটেডের চেয়ারম্যান চেয়ারম্যান লুৎফর রহমান সেলিম ও ব্যাবস্থাপনা পরিচালক রোকাইয়া জাহান স্বর্ণ ছাড়াও প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা এবং পরিবেশকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান লুৎফর রহমান সেলিম বলেন, ‘হারবালিকা সেনেটারি প্যাড গুণগত মানে উন্নত এবং সম্পূর্ণ হাইজেন মেইনটেইন করে তৈরি। তাই সব বিক্রেতা বন্ধুদের হাত ধরে এই পণ্য সকলের দোরগোড়ায় পৌঁছে যাবে সেই প্রত্যাশা করি।’
অনুষ্ঠানে গার্লকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোকাইয়া জাহান স্বর্ণ বলেন, ‘হারবালিকার মাধ্যমে গালর্কো লিমিটেড প্রকৃত পণ্য দিয়ে যাত্রা শুরু করলো যা বাংলার নারীদের কাছে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’