বেবী চক্রবর্ত্তী: পশ্চিম মেদিনীপুর:- কেশপুরে বন্যা কবলিত এলাকায় হাটু সমান জলে দাঁড়িয়ে চিকিৎসা ও ত্রাণ নিয়ে হাজির হলেন কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের একটি দল। সম্প্রতি কেশপুরের বন্যাকবলিত কানাখালি গ্রামে এসে অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি বন্যার কারণে পুরো গ্রামটি জলের নিচে ডুবে আছে, যেখানে অনেক মানুষই এখনো গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। হাঁটু সমান জলে দাঁড়িয়ে রোগীদের চিকিৎসা প্রদান করেছেন এই চিকিৎসকরা।
আরজিকরের প্রতিবাদে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা ‘অভয়া ক্লিনিক’ ব্যানারে এই উদ্যোগ নেন। গ্রামবাসীদের শারীরিক সমস্যার পাশাপাশি বন্যা-পরবর্তী নানা স্বাস্থ্যঝুঁকি নিয়ে কথা বলেন, দেন নানাবিধ স্বাস্থ্য-পরামর্শ। শুধু চিকিৎসা নয়, বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে প্রয়োজনীয় ওষুধপত্র, শুকনো খাবার এবং ত্রাণ সামগ্রী তুলে দেন। এলাকাবাসীর কাছে এই উদ্যোগ ছিল অমূল্য। এদিন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,”বন্যা পরবর্তী সময়ে এলাকায় শারীরিক সমস্যা ও নানান রোগের প্রকোপ বাড়ছে। বন্যার কারণে আটকে পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে আরজিকরের এই চিকিৎসক দল শুধু স্বাস্থ্যসেবা নয়,ত্রাণও বিতরণ করে,তাঁরা তাদের যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়।বলাইবাহুল্য, সংকটময় পরিস্থিতিতেও তারা তাদের দায়িত্বে যে অবিচল,তা আবারও প্রমাণ করলেন জুনিয়র ডাক্তাররা