নিম্নচাপের কারণে টানা তিন দিনের বৃষ্টিতে জল বাড়ছে ঝুমী ও শিলাবতী সহ একাধিক নদীতে। জলাধার থেকে জল ছাড়ার ফলেও ঘাটালে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক গ্রামে হুহু করে জল ঢুকে পরিস্থিতি ভয়াবহ করে তুলেছে। ইতিমধ্যে ঘাটাল পরিদর্শন করেছেন সাংসদ দেব, প্রশাসনও তৎপরতার সাথে কাজ করছে।
মঙ্গলবার যখন রাজ্যজুড়ে পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো, তখন ঘাটালে এই পুজোর কোনও রেশই নেই। সাধারণ মানুষ এখন বেঁচে থাকার তাগিদে ব্যস্ত। বন্যায় প্লাবিত ঘাটাল বাজারের বিকল্প হিসেবে ঘাটাল ব্রিজের উপর বসেছে বাজার। জীবনের ঝুঁকি নিয়ে এখানেই আলু, পেঁয়াজ, কাঁচা সবজি বিক্রি চলছে।
প্রশাসনের পক্ষ থেকে বৈঠক করা হয়েছে, যাতে সাধারণ মানুষকে বন্যার প্রকোপ থেকে রক্ষা করা যায়। নৌকা পরিষেবা সহ বিভিন্ন পরিষেবা সচল রাখা হয়েছে। মহকুমা শাসক ২৪ ঘণ্টা নজরদারি রেখেছেন, এবং ঘাটালে এনডিআরএফ টিমও পৌঁছেছে। কিন্তু দুর্গাপুজোর আগে এই ভয়াবহ বন্যা সাধারণ মানুষকে কার্যত নাজেহাল করে তুলেছে।