1. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  2. banglahost.net@gmail.com : rahad :
ফের নিম্নচাপ! প্রকৃতির রোষে কার্যত দিশেহারা ডেবরার জলবন্দি মানুষ - Ctg News BD
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন
ঘোষনা
বহুরুপী একাধিক স্বামী পরিত্যাগকারী কে এই জান্নাতুল ফেরদৌস গুলি বিদ্ধ হয়ে আহত হন অভিনেতা গোবিন্দ মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর সংক্ষিপ্ত জীবনী ফের নিম্নচাপ! প্রকৃতির রোষে কার্যত দিশেহারা ডেবরার জলবন্দি মানুষ বেশ্যা কি এবং কাদের জন্য এই শব্দটা প্রযোজ্য এক সাথে ত্রিফলা অভিযানের বাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু প্রয়াত হলেন বসিরহাটের তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলাম, শোক বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রামাণিক, রাজদ্বীপ দত্ত, অর্পন সরকার, মধুমন্তী পাল, শুভব্রত চন্দ , অরণি ভট্টাচার্য অন্যান্য সদস্যবৃন্দ রবিবার দিল্লি থেকে ৩ জন সিবিআই আধিকারিকের একটি দল পৌঁছালো কলকাতায় এবার হত্যা মামলায় গ্রেপ্তার আনিসুল হক ও আব্দুল্লাহ আল মামুন

ফের নিম্নচাপ! প্রকৃতির রোষে কার্যত দিশেহারা ডেবরার জলবন্দি মানুষ

বেবী চক্রবর্ত্তী, কলকাতা
  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬ বার পঠিত

বেবী চক্রবর্ত্তী,পশ্চিম মেদিনীপুর :-একটানা বৃষ্টি এবং একাধিক জলধারা থেকে জল ছাড়ার কারণে ভয়াবহ পরিস্থিতি রাজ্যে। তেমনই করুন অবস্থা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের কাঁসাই নদীর তীরবর্তী ভবানীপুর, ভরতপুর, ট্যাবাগেড়িয়া, লোয়াদা, ত্রিলোচনপুর সহ একাধিক অঞ্চল।সবচেয়ে করুন অবস্থা ত্রিলোচনপুর এলাকায়।

এখনও ওই এলাকায় বাড়িগুলি কার্যত জলের তলায়, খাবার তো দুর অস্থ! একটু পানীয় জলের জন্য হা হুতাশ করছে জলবন্দি মানুষজন। তাঁরা প্রশাসনের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন।বৃহষ্পতিবার বন্যা কবলিত মানুষদের ডেবরা ব্লক প্রশাসন তরফে পাশাপশি বেশ কয়েকটি সমাজসেবী সংস্থা জলবন্দি বাসিন্দাদের সাহায্য করতে এগিয়ে আসে। এলাকায় দুর্গত মানুষদের ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার তুলে দেওয়া হয়।
ডেবরা ব্লকের ত্রিলোচনপুর, টাঙ্গাশ্রী সহ একাধিক এলাকায় যে দিকেই চোখ যাবে সেই দিকেই শুধু জল আর জল! ত্রাণ বিতরণ এর সময় প্রায় এক গলা জলে দাঁড়িয়ে করুন চোখে ত্রাণ নিয়ে সাঁতরে পরিবারের কাছে ফিরে যাচ্ছেন বাসিন্দারা।


এলাকার নলকূপ, রাস্তাঘাট ঘরবাড়ি সবই জলে টইটম্বুর! কোথাও রাস্তায় এক কোমর জল, তো কোথাও বুক ছড়িয়ে জল এক মানুষ । পানীয় জল টুকুও পাচ্ছেন না বাসিন্দারা। একাধিক ঘরবাড়ি এখনও জলের তলায় এক গলা জলে দাঁড়িয়ে এলাকার এক বাসিন্দা ত্রাণ নিয়ে অশ্রুসিক্ত চোখে জানালেন , এমন দুর্বিসহ অবস্থা, আমাদের আগে হয়নি।কাছে খাবার নেয়, পানীয় জলের জন্য হাহাকার পড়েছে। তৃষ্ণা মেটাতে বাধ্য হয়ে বন্যার নোংরা জল পান করতে হচ্ছে । আবার কেউ কেউ বন্যার জলে ফিটকিরি মিশিয়ে পান করছেন।
পাশাপশি প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে তারা জানান, সরকারি ত্রাণ নিতে গেলে এক গলা জল পেরিয়ে প্রায় ৩কিলোমিটার যেতে হচ্ছে তাদের। তবেই কিছু শুকনো খাবার মিলছে। এই এলাকায় সকল বাড়ি জলের তলায়, যাদের দ্বিতল বাড়ি রয়েছে,তাঁরা কোনও ক্রমে বসবাস করছেন।অতিরিক্ত জল থাকায় নরক যন্ত্রনা ভোগ করতে হচ্ছে।
তবে নানা কিছু শুভানুধ্যায়ী মানুষ ও সংগঠন তাদের সাধ্যমত ত্রাণ বিলি করছেন, আপাতত সেগুলো নিয়েই কোনও রকমে দিন কাটছে জলবন্দি অসহায় পরিবারগুলির।সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো,কিন্তু,তাদের কাছে উমার আনন্দ ফিকে পড়েছে ,প্রাণ বাঁচাতে জলবন্দি ভাবেই এক একটা রাত কাটছে অসহায় পরিবারগুলির।
এদিকে ফের নিম্নচাপের মেঘে অঝোরে বৃষ্টি শুরু হয়েছে, কালো মেঘের অসুর বৃষ্টি অসহায় মানুষ গুলির জীবনে যেনো কালো অধ্যায় রচনা করছে। প্রকৃতির রোষে কার্যত দিশেহারা জলবন্দি বাসিন্দারা। এই দুঃস্বপ্ন কাটবে কবে? উমার কাছে করুন প্রার্থনা করছেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD