নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের আরো ২জন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির তালিকায় যোগ হতে যাচ্ছে। নির্বাচন কমিশন থেকে চট্টগ্রামের দু’জনসহ চার ওসি বদলির জন্য সুপারিশ পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও আইজিপির কাছে। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জননিরাপত্তা বিভাগ ও আইজিপি।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশনের উপ-সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা, গাইবান্ধা জেলার সাঘাটা, সিএমপির খুলশি ও জেলার পটিয়া থানার ওসিকে মেট্রোপলিটন এলাকা ও জেলার বাইরে বদলির নির্দেশ দেওয়া হয়। এ বিজ্ঞপ্তির অনুলিপি দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও আইজিপি বরাবরে। তবে তারা এখনও কোনো সিদ্ধান্ত জানাননি।
বদলির সুপারিশপ্রাপ্ত চট্টগ্রামের দুই ওসি হলেন সিএমপির খুলশি থানার ওসি রুবেল হাওলাদার ও জেলা পুলিশের পটিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন। তবে এই দুই ওসির নতুন কর্মস্থল কোথায় তা উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিম্নবর্ণিত ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মেট্রোপলিটন এলাকা ও জেলা বাইরে বদলি করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।’