বেবি চক্রবর্ত্তী :কলকাতা:- গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ। মঙ্গলবার সাত সকালেই লাগল গুলি। বেরোচ্ছিলেন শুটিংয়ে। সেই সময়ই এই ঘটনা। ভোর তখন ৫ টা। সূত্রের খবর, নিজের কাছেই বন্দুক রাখতেন অভিনেতা। কাজে বেরোনোর সময় কোনওভাবে ‘ভুলক্রমে’ বন্দুক থেকে গুলি বের হয়ে যায়। নিজের বন্দুকের গুলি সোজা এসে লাগে তাঁর পায়েইগুলিবিদ্ধ হয়ে যন্ত্রণায় লুটিয়ে পড়েন তিনি। অভিনেতা গোবিন্দকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা যাচ্ছে, এখন অভিনেতার পা থেকে গলগল করে রক্ত বের হয়। শরীর থেকে অনেকটা রক্ত বের হয়ে যাওয়ায় বেশ অসুস্থ তিনি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। বন্দুকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।অভিনেতার পা থেকে গুলি বার করা হয়েছে। আপাতত তিনি বিপদমুক্ত। আজ সকালে কলকাতা আসার জন্য় তৈরি হচ্ছিলেন তিনি। তখনই ঘটে এই বিপত্তি, দাবি ম্যানেজারের। গোবিন্দর যখন গুলি লাগে, তখন তাঁর স্ত্রী সুনিতা বাড়িতে ছিলেন না। গুলিবিদ্ধ হওয়ার পর, অভিনেতা প্রথম ডেকেছিলেন তাঁঁর ভাই কীর্তি কুমারকে। ভাই তড়িঘড়ি করে তাঁর বাড়িতে পৌঁছে যান। তিন-চারজন মিলে গোবিন্দকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন।কীর্তি কুমার সংবাদ মাধ্যমকে বলেন ‘অপারেশনের পর গোবিন্দ এখন ভাল আছেন, তাঁর পরিবারের কয়েকজন সদস্য বর্তমানে হাসপাতালে রয়েছেন।গোবিন্দর মেয়ে টিনা আহুজা ফোনে সংবাদ মাধ্যমকে জানান,বর্তমানে আমি আমার বাবার সঙ্গে আইসিইউতে আছি। এখন বেশি কথা বলতে পারছি না। তবে বলে রাখি বাবার স্বাস্থ্য আগের থেকে অনেক ভাল।অপারেশন করা হয় এবং অপারেশন সফল হয়েছে।